National

বাড়তে পারে রেলের ভাড়া, কতটা বাড়বে সে ইঙ্গিতও পাওয়া গেল

রেলে আগামী দিনে ভাড়া বেশি দিতে হবে। কারণ রেল ভাড়া বাড়তে চলেছে। এমনই জানা যাচ্ছে। কতটা বাড়তে পারে ভাড়া তারও ইঙ্গিত মিলেছে।

Published by
News Desk

রেলে ভ্রমণের খরচ বাড়তে চলেছে। অন্তত তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও এ সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তবে সূত্র মারফত খবর, এই ভাড়া বৃদ্ধির ধাক্কা আগামী ১ জুলাই থেকেই সামাল দিতে হতে পারে।

রেলের বিভিন্ন শ্রেণির ভাড়াই বাড়তে চলেছে। যেটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে বাতানুকূল নয় এমন মেল ও এক্সপ্রেস ট্রেনের ভাড়া কিলোমিটারে ১ পয়সা করে বাড়তে পারে। অন্যদিকে বাতানুকূল শ্রেণির ভাড়া ২ পয়সা প্রতি কিলোমিটার বাড়তে পারে।

৫০০ কিলোমিটারের ওপর দ্বিতীয় শ্রেণিতে যাত্রার ক্ষেত্রে কিলোমিটার পিছু অর্ধেক পয়সা করে ভাড়া বাড়তে পারে। যার মানে ২ কিলোমিটার প্রতি ১ পয়সা বৃদ্ধি হবে ভাড়া। তবে রেলের যাঁরা নিত্যযাত্রী, যাঁরা শহরের আশপাশ থেকে লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাঁদের চিন্তার কোনও কারণ নেই।

কারণ লোকাল ট্রেনের ভাড়া যা ছিল তাই রাখা হবে বলেই খবর। দ্বিতীয় শ্রেণির কামরায় ৫০০ কিলোমিটারের নিচে কোনও স্থানে যাত্রার ক্ষেত্রেও কোনও ভাড়া বৃদ্ধির প্রস্তাব রেল বোর্ড দেয়নি বলেই খবর। মান্থলির ক্ষেত্রেও ভাড়া বৃদ্ধি হবেনা বলেই জানতে পারা যাচ্ছে।

সূত্র মারফত পাওয়া এই খবর অনুযায়ী, রেল বোর্ডের প্রস্তাব নিয়ে সর্বশেষ আলোচনা চলছে। ফলে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে হতে এই সপ্তাহের শেষ হয়ে যেতে পারে। বিজ্ঞপ্তি জারি হওয়ার পর পরিস্কার হয়ে যাবে কতটা ভাড়া বৃদ্ধি আদপে হতে চলেছে।

প্রসঙ্গত কোভিড শুরু হওয়ার মুখে ২০২০ সালের জানুয়ারি মাসে শেষ রেল ভাড়া বৃদ্ধি হয়েছিল। তারপর ফের ২০২৫ সালে ভাড়া বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

Share
Published by
News Desk