Feature

রাতে ট্রেন অনেক বেশি গতিতে ছোটে, এর পিছনে রয়েছে একাধিক কারণ

ট্রেনে দূরে কোথাও যাত্রা করতে গেলে অনেকসময়ই ট্রেনে রাত কাটে। রাত নামলে ট্রেনের গতি অনেক বেড়ে যায়। এর পিছনে রয়েছে একাধিক চমকপ্রদ কারণ।

Published by
News Desk

দূরপাল্লার ট্রেনে ভ্রমণ অনেকেই করেছেন। তাঁরা নিশ্চয়ই নজর করেছেন সারাদিনে ট্রেন যত গতিতে গন্তব্যের দিকে ছোটে, তারচেয়ে অনেক বেশি গতিতে ছোটে রাতে।

অনেক সময় নির্দিষ্ট সময়ের চেয়ে পিছিয়ে থাকলে রাতে সেই সময়টা পূরণ করে সঠিক সময়ে ছুটতে থাকে গাড়ি। কিন্তু কেন রাতে ট্রেনের গতি অনেক বেড়ে যায় তা ভেবে দেখেছেন কি? রাতে ট্রেনের গতি অনেক বেশি থাকার পিছনে অনেকগুলি কারণ রয়েছে।

রাতে পরিবেশ অনেক ঠান্ডা হয়। ফলে ট্রেনের লাইন ঠান্ডা থাকে। এতে ঘর্ষণ জনিত সমস্যা কম হয়। ফলে ট্রেন অনেক বেশি গতি নিলেও কোনও সমস্যা হয়না। তাই রাতের সেই ঠান্ডাকে কাজে লাগিয়ে ট্রেনের গতি বাড়ানো হয়।

এছাড়া রাতে রেললাইনে মানুষ বা পশুদের যাতায়াত কম হয়। তাই ট্রেনও নিশ্চিন্তে গতি বৃদ্ধি করতে পারে। রাতে লাল সিগনালও কম পায় ট্রেন। ফলে সিগনালের জন্য বারবার গতি কমানো বা থমকে দাঁড়িয়ে পড়ার ঝক্কি থাকেনা। এটাও ট্রেনের গতি বেশি থাকার একটি কারণ।

আবার রাতে ট্রেনলাইনে অনেক কম ট্রেন যাতায়াত করে। ফলে লাইন ফাঁকাই থাকে। লাইন ফাঁকা পেলে ট্রেনের গতিও বাড়াতে কোনও সমস্যা হয়না।

এমনই সব কারণে রাতে দূরপাল্লার ট্রেনের গতি অনেকটাই বাড়ানো হয়। এতে গন্তব্যে সঠিক সময়ে পৌঁছে যাওয়ার নিশ্চয়তাও বাড়ে। যা যাত্রীদের জন্য অবশ্যই সুখের হয়।

Share
Published by
News Desk

Recent Posts