State

পশ্চিমবঙ্গেই রয়েছে দেশের একমাত্র নাম ছাড়া রেলস্টেশন, অবিশ্বাস্য হলেও সত্যি

রেলস্টেশন রয়েছে। কিন্তু তার কোনও নাম নেই। এমনটা কেউ কখনও শুনেছেন? ভারতে এমন ১টিই স্টেশন রয়েছে যার কোনও নাম নেই। নামের বোর্ডটাও ফাঁকা।

Published by
News Desk

ট্রেন কোনও স্টেশনে দাঁড়ালে চেনা হলে ভাল। না চেনা হলে অনেকেই উঁকি দেন রেলস্টেশনে থাকা হলুদ বড় বোর্ডটার দিকে। যেগুলি সাধারণভাবে সিমেন্ট দিয়ে গাঁথা হয়।

সেখানে হলুদের ওপর কালো দিয়ে লেখা থাকে স্টেশনটির নাম। রেলস্টেশনের অন্যত্রও টিনের বোর্ডে বা যাত্রীদের দাঁড়ানোর জন্য ছাউনির ওপর রেলস্টেশনটির নাম লেখা থাকে।

নাম লেখা থাকে স্টেশনের বাইরেও। এটাই স্বাভাবিক চিত্র। কিন্তু ভারতে এমনও একটি রেলস্টেশন রয়েছে যার কোনও নাম নেই। আর তা রয়েছে এই পশ্চিমবঙ্গেই।

২০০৮ সালে তৈরি হয় এই রেলস্টেশনটি। কিন্তু কোনও নামকরণ হয়নি। রেলও এর নাম স্থির করতে পারেনি। কারণ একটা বিবাদ। বর্ধমান জেলার রায়না গ্রামের কাছে রয়েছে এই নামহীন স্টেশনটি।

যখন সেটি তৈরি হয় তখন নাম নিয়ে লাগে বিবাদ। রায়না ও রাইনগর, এই ২ গ্রামের মানুষ ওই স্টেশনের নাম তাঁদের গ্রামের নামে রাখার দাবি তোলেন। বিষয়টি যেহেতু নিষ্পত্তি হয়নি, তাই ফাঁকাই পড়ে থাকে স্টেশনের বোর্ড। স্টেশনটি তারপর থেকে নামহীন হয়েই থেকে যায়।

এখনও এই স্টেশনে বাঁকুড়া মশাগ্রাম রুটের ট্রেন সারাদিনে ৬ বার দাঁড়ায়। যাত্রীরা ওঠানামা করেন। কিন্তু এ স্টেশন এত বছর পরও নামহীন হয়েই রয়ে গেল। স্টেশনের হলুদ বোর্ডটা আছে ঠিকই, কিন্তু আজও ফাঁকা।

Share
Published by
News Desk

Recent Posts