Feature

বজবজ স্টেশনের সঠিক নাম কি এবং কেন সে নাম রাখা, পিছনে রয়েছে করুণ ইতিহাস

শিয়ালদহ দক্ষিণ শাখায় বজবজ স্টেশনের কথা অনেকের জানা। কিন্তু বজবজ স্টেশন বলা হলেও সে স্টেশনের নাম বজবজ নয়। আসল নামের পিছনে রয়েছে এক করুণ ঘটনা।

Published by
News Desk

শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক লাইন রয়েছে। একটি লাইন বালিগঞ্জ স্টেশন থেকে বাঁক নিয়ে চলে যায় বজবজের দিকে। বজবজ লোকালও রয়েছে এ পথে যাত্রার জন্য। সড়কপথেও বজবজ যাওয়ার একাধিক রাস্তা রয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার গুরুত্বপূর্ণ স্থান বজবজের রেলস্টেশনকে সকলে বজবজ স্টেশন বলেই জানলেও আসলে তার নাম কোমাগাতা মারু বজবজ স্টেশন। বজবজ স্টেশনের নাম কোমাগাতা মারু বজবজ স্টেশন করা হয়েছে ২০১৩ সালে। ব্রিটিশ শাসনকালের এক করুণ ইতিহাসকে সামনে রেখেই এই নামকরণ।

ব্রিটিশদের অত্যাচার থেকে দূরে যেতে অধিকাংশ শিখ সহ ভারতীয় ৩৭৬ জন যাত্রীকে নিয়ে কানাডার ভ্যাঙ্কুভারে উপস্থিত হয় জাপানি জাহাজ কোমাগাতা মারু। তাঁরা স্থির করেছিলেন কানাডাতে থেকে তাঁরা সেখানেই কাজ করবেন।

কিন্তু কানাডা সরকার সে সময় তাঁদের দেশে প্রবেশের অনুমতি দেয়নি। প্রায় ২ মাস ধরে অপেক্ষায় থাকার পর হতাশ ওই যাত্রীরা ফের দেশে ফিরে আসেন ওই জাহাজে।

বজবজে এসে উপস্থিত হলে ব্রিটিশ সরকারও তখন তাঁদের বন্দুকের নলের মুখে দমন করেন। বেশ কয়েকজনের প্রাণ যায় ব্রিটিশদের গুলিতে। সেই করুণ কাহিনিকে সামনে রেখেই বজবজ স্টেশনের নাম বদলে কোমাগাতা মারু বজবজ রেল স্টেশন করে রেলমন্ত্রক।

এখন তাই বজবজ কেবল একটি রেলস্টেশনই নয়, এক স্মৃতি সৌধও হয়ে উঠেছে। যা মানুষকে কখনও কোমাগাতা মারুর সেই করুণ কাহিনি ভুলতে দেবেনা।

Share
Published by
News Desk

Recent Posts