Kolkata

মহিলা যাত্রীদের জন্য সুখবর, শিয়ালদহের ৩ শাখাতেই বাড়তে চলেছে মহিলা কামরা

Published by
News Desk

অফিসটাইমের ভিড়ে পুরুষের সঙ্গে এখন কাঁধে কাঁধ মিলিয়ে কর্মস্থলমুখী মহিলার সংখ্যা দিনদিন বাড়ছে। ট্রেনে বাসে মহিলাদের প্রাত্যহিক যাতায়াত। সেকথা মাথায় রেখে মহিলাদের জন্য স্পেশাল ট্রেন বা প্রত্যেক লোকাল ট্রেনে মহিলা কামরার বন্দোবস্ত আগেই করেছিল পূর্ব রেল। মহিলা যাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখে এবার তারা বাড়াতে চলেছে লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা।

পূর্ব রেল সূত্রের খবর, এখন ৯ কামরার লোকাল ট্রেনে থাকে মহিলাদের জন্য ১টি বগি। ট্রেনের সামনের ও পিছনের ২টি কামরার অর্ধেক করে নিয়ে একটি সম্পূর্ণ কামরা পান মহিলা যাত্রীরা। ১২ কামরার ট্রেনের ক্ষেত্রে মহিলাদের জন্য বরাদ্দ ২টি করে কামরা। দ্রুত সেই সংখ্যা বাড়াতে চলেছে পূর্ব রেল।

আপাতত ব্যস্ত সময়ে মহিলাদের জন্য ৯ কামরার লোকালে ১টির জায়গায় ২টি কামরা বরাদ্দ করতে চলেছে রেল কর্তৃপক্ষ। অন্যদিকে ১২ কামরার লোকালে ২টির জায়গায় ৩টি কামরা মহিলাদের জন্য বরাদ্দ হতে চলেছে। তবে ঠিক কবে থেকে এই সুযোগ কার্যকরী হবে তা এখনও পরিস্কার করে জানা যায়নি।

Share
Published by
News Desk