National

বদলে গেল নিয়ম, রেলে আর ১২০ দিন আগে থেকে টিকিট কেটে রাখা যাবেনা

কেউ দূরে কোথাও যাত্রা করার জন্য এখন ১২০ দিন আগে থেকে টিকিট কেটে রাখতে পারেন। কিন্তু ১ নভেম্বর থেকে সে সুযোগ আর থাকছে না।

Published by
News Desk

ভারতে রেলে যাঁরা যাত্রা করেন তাঁরা দূরে যাত্রা করার হলে আগে থেকে পরিকল্পনা করেন। তারপর ৪ মাস আগেই তার টিকিট কেটে ফেলেন। যাতে টিকিট শেষ না হয়ে যায় বা ওয়েটিং লিস্টে চলে যেতে না হয়।

নিশ্চিত রিজার্ভেশনের জন্য পূর্ব পরিকল্পিত হলে অনেকেই যেদিন যাত্রা করবেন তার ১২০ দিন আগে টিকিট বিক্রি শুরু হলেই টিকিট কেটে রাখা পছন্দ করেন। কিন্তু আগামী দিনে আর সে সুযোগ থাকছে না।

১ নভেম্বর থেকে এই নিয়মে বদল আনছে রেল কর্তৃপক্ষ। ভারতীয় রেলে আর ১২০ দিন আগে থেকে টিকি কেটে রাখা যাবেনা। ৬০ দিন আগে শুরু হবে টিকিট বিক্রি।

১ নভেম্বর থেকে সেই নিময় কার্যকর হতে চলেছে। তারপর যদি কোথাও যাওয়ার পরিকল্পনা অনেক আগেও স্থির হয় তাহলেও যাত্রার ৬০ দিন আগেই সেই ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। তার আগে নয়।

টিকিট বাতিল করার ধাক্কা সামাল দেওয়া এবং ট্রাভেল এজেন্টদের নিয়ে নানা অভিযোগ খতিয়ে দেখার ঝক্কি এড়াতেই ১২০ নয় ৬০ দিনে নামিয়ে আনা হল ট্রেনের আগাম টিকিট বুকিং বলে জানানো হয়েছে একটি সার্কুলারে।

এদিকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই নিয়ম কার্যকর হচ্ছেনা। ফলে সেদিন পর্যন্ত ১২০ দিনের নিয়ম থাকছে। প্রসঙ্গত ভারত হল পৃথিবীর চতুর্থ বৃহত্তম রেল যোগাযোগ ব্যবস্থা। যেখানে ৬৭ হাজার কিলোমিটার পথে ট্রেন ছোটে। প্রতিদিন ২ কোটি ৪০ লক্ষ যাত্রী ট্রেনে যাতায়াত করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts