কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ভারতীয় রেলের রেললাইন, প্রতীকী ছবি
ভারতে ট্রেনলাইনে কখনও পড়ে থাকছে বাইসাইকেল, কখনও সিমেন্টের ব্লক, কখনও এলপিজি সিলিন্ডার তো কখনও লোহার রড। গত অগাস্ট মাস থেকে এখনও পর্যন্ত নানাভাবে ট্রেন দুর্ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছে ১৮ বার।
কদিন আগেই তো লখনউগামী একটি ট্রেনের চালক লাইনের ওপর একটি গাড়ি দেখতে পান। কোনওক্রমে ট্রেনটিকে দাঁড় করান তিনি। এবার আর এক উপায়ে ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা হল।
ট্রেনলাইনের ওপর স্তূপ করে কেউ ফেলে গেল বালি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাছেই রাস্তা তৈরির কাজ চলছে। সেখানে আসা একটি বালি ভর্তি ডাম্পার রাত ৮টা নাগাদ বালি অন্যত্র না ফেলে ট্রেন লাইনের ওপর ফেলে সেখান থেকে চম্পট দেয়।
তারপরই ওই লাইনে আসার কথা ছিল রায়বরেলি রঘুরাজ সিং প্যাসেঞ্জার ট্রেনের। ট্রেনটি এসেও পড়ে। যদিও তখন অন্ধকার। তবে ট্রেনের চালক সজাগ ছিলেন। তিনি সামনে ট্রেনলাইনে ওই বালির স্তূপ দেখতে পান। বুঝতে পারেন ওর ওপর গিয়ে পড়া মানেই ট্রেনটি লাইনচ্যুত হয়ে যাবে।
তাই দ্রুত এমার্জেন্সি ব্রেক কষেন চালক। ট্রেনটিকে জোর করে দাঁড় করানোর চেষ্টা হওয়ায় সেটি প্রবল কর্কশ আওয়াজ করে দাঁড়িয়ে পড়ে। তবে লাইনচ্যুত হওয়া থেকে রক্ষা পায়। চালকের তৎপরতায় এটা সম্ভব হয়। নাহলে বড় দুর্ঘটনা ঘটা ছিল সময়ের অপেক্ষা।
রায়বরেলির রঘুরাজপুর রেলওয়ে ক্রসিংয়ের কাছে ঘটনাটি ঘটে। ট্রেনের গতি কম থাকায় এ যাত্রায় ট্রেনটিকে এভাবে ব্রেক কষে থামানো সম্ভব হয়। ট্রেনের গতি বেশি থাকলে এত দ্রুত ট্রেন দাঁড়াত না।
ফলে তা ওই বালির স্তূপের ওপর দিয়েই ছুটে যাওয়ার চেষ্টা করত এবং দুর্ঘটনা ঘটত। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখে তাদের পাকড়াও করার চেষ্টা শুরু করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…