National

ট্রেনের ভোল বদলে যাত্রী পরিষেবায় যুগান্তর, দেশের এ প্রান্তে চেনা যাচ্ছেনা রেলের চেহারা

রেল যে এতটা সুন্দর হয়ে উঠতে পারে, এত পরিষেবা দিতে পারে তা দেশের একটি প্রান্তের রেল পরিষেবার দিকে নজর দিলে বোঝা যাচ্ছে।

Published by
News Desk

ভারতীয় রেলের পরিষেবা, তার চেহারা, তার গতি সব কিছু সম্বন্ধেই যাত্রীদের একটা সাধারণ ধারনা আছে। কিন্তু ভারতেরই একটি প্রান্ত জুড়ে রেল তার চেহারাই বদলে ফেলছে। দ্রুত এই বদল এমনই যে দেশের কোনও কামরা, নাকি বিদেশের বোঝা দায়।

দেশের অচেনা প্রান্তকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলা, পর্যটকদের যোগাযোগের সুবিধা বাড়ানো, সুযোগ সুবিধার বন্দোবস্ত এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে যে কেবল রেল ভ্রমণের শখ মেটাতেই পর্যটকেরা পৌঁছে যেতে পারেন ভারতের অপেক্ষাকৃত অদেখা স্বর্গীয় রূপ উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে।

উত্তরপূর্ব ভারত বললেই চোখের সামনে ভেসে ওঠে দিগন্ত বিস্তৃত সবুজ অরণ্য, পাহাড়ের সারি, প্রকৃতির অপার সৌন্দর্য। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে পর্যটকদের কথা মাথায় রেখে উত্তরপূর্ব ভারতে ঘোরার জন্য রেলকে ঢেলে সাজানো শুরু করেছে।

প্রথমত, উত্তরপূর্ব ভারতের এমন অনেক প্রান্তকে রেল যোগাযোগের আওতায় আনা হচ্ছে যেখানে পর্যটনের অগাধ সুযোগ রয়েছে। এমন জায়গা দিয়ে রেল চালানো হচ্ছে যেখানে ট্রেন ভ্রমণের সঙ্গে প্রকৃতিকে দুচোখ ভরে উপভোগের অফুরান সুযোগ রয়েছে পর্যটকদের কাছে।

এজন্য ৫টি রুটে ভিস্টাডোম কামরার ট্রেন চালানো শুরু হয়েছে। ‘ভারত গৌরব’ ট্রেন চালানোর তোড়জোড়ও শুরু হয়েছে। তাছাড়া যাত্রীদের সুবিধা দিতে যাত্রী প্রতীক্ষালয়গুলিকে ঢেলে সাজানো হচ্ছে।

ট্রেনের কামরাতেই রেস্তোরাঁর ব্যবস্থা পাকা করা হয়েছে। উত্তরপূর্ব ভারত জুড়ে পর্যটনে জোয়ার আনতে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে দেশি বিদেশি পর্যটকদের জন্য আধুনিক সুযোগ সুবিধায় ত্রুটি রাখছে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk