National

উপর দিয়ে মালগাড়ি চলে যাওয়ার পরও অক্ষত মহিলা

এ এমন এক ঘটনা যা এখন লোকের মুখে মুখে ঘুরছে। এক মহিলার উপর দিয়ে চলে গেল একটি মালগাড়ি। কিন্তু তিনি অক্ষত রইলেন। এদেশেই ঘটেছে ঘটনাটি।

Published by
News Desk

ট্রেনলাইনে জীবন যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। নিত্যদিন এমন খবর শুনতে পাওয়া যায়। ট্রেনলাইনের ওপর দিয়ে যেতে বার বার মানা করা সত্ত্বেও বহু মানুষের কিছুতেই হুঁশ ফেরে না। তবে এই মহিলা যে আর কখনও এই ভুলটি করবেননা তা মোটামুটি পরিস্কার হয়ে গেছে। কারণ এ যাত্রায় তিনি যে রক্ষা পেলেন তা কার্যতই এক অলৌকিক কাণ্ড।

এক মহিলা তাঁরই পরিচিত অন্য এক মহিলার সঙ্গে হেঁটে যাচ্ছিলেন রেললাইনের মাঝখান দিয়ে। এই সময় তাঁদের খুব কাছে চলে আসে একটি মালগাড়ি। তাঁরা তা টেরও পাননি।

ওই মহিলার সঙ্গে থাকা মহিলা বিষয়টি বুঝতে পেরে লাইন থেকে সরে যান। কিন্তু এই মহিলা তা পেরে ওঠেননি। সরার মত সময় নেই দেখে তিনি সটান ট্রেন লাইনে শুয়ে পড়েন।

তাঁর ২ পাশে ২টি লাইন। যার ওপর দিয়ে মালগাড়ির চাকাগুলি গড়াতে থাকে। আর তিনি সামান্যও নড়াচড়া না করে রেললাইনে শুয়ে থাকেন।

একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যাতে দেখা গেছে মহিলা স্থির হয়ে শুয়ে আছেন। আর তাঁর ওপর দিয়ে মালগাড়ির একটি করে কামরা চলে যাচ্ছে।

একসময় ট্রেনটি তাঁকে পার করে যায়। এরপরই মহিলা উঠে পড়েন। একেবারে অক্ষত অবস্থায় এ যাত্রায় রক্ষা পান তিনি। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নাওয়ান্দগি স্টেশনে।

Share
Published by
News Desk