National

সবুজ হয়ে বিশ্বসেরা ভারতীয় রেল

ভারতীয় রেলের সাফল্যের তালিকা দীর্ঘ। সবুজ হয়েও তারা বিশ্বসেরা। এমনই দাবি করলেন রেলমন্ত্রক কর্তা। যা দেশবাসীকে গর্বিত করেছে।

Published by
News Desk

ভারতীয় রেল বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ক। সারাদিনে বহু ট্রেন ছুটছে বিভিন্ন প্রান্তে। লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছেন ট্রেনে। ভারতে বিমানযাত্রীর সংখ্যা এখনও নগণ্যই। তাই দূরে কোথাও যেতে গেলে ট্রেনই একমাত্র ভরসা।

ভারতে ৬৮ হাজার কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে রেললাইন। যার ৯৫ শতাংশই ভারতীয় রেল বৈদ্যুতিকরণে সফল হয়েছে। আর এই সাফল্যের হাত ধরেই ভারত এখন বিশ্বের বৃহত্তম গ্রিন রেলওয়ে নেটওয়ার্কের নাম।

রেলমন্ত্রকের এক বড়কর্তাই এই দাবি করেছেন। যা অবশ্যই ভারতবাসীকে গর্বিত করেছে। ভারতের মুকুটে নতুন পালক যোগ করেছে। রেলওয়ে বোর্ডের অ্যাডিশনাল মেম্বার মুকুল শরণ মাথুর জানিয়েছেন ভারতীয় রেল প্রতিদিন ২ কোটি মানুষকে নিয়ে যাত্রা করে।

অ্যাসোচেমের জাতীয় কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্র ৮৫ হাজার কোটি টারা বরাদ্দ করেছিল শুধু ভারতীয় রেলের সম্প্রসারণের জন্য। যার মধ্যে দ্রুত টিকিটের টাকা ফেরতের মত সুবিধা চালু করার বিষয়টিও ছিল।

বিকশিত ভারতের যে লক্ষ্য স্থির হয়েছে ২০৪৭ সালের মধ্যে। যার মধ্যে রেলের আধুনিকীকরণ অবশ্যই একটি অন্যতম বিষয়। যা ভারতীয় অর্থনীতির উন্নতিতেও বড় ভূমিকা নেবে।

সেই সঙ্গে ভারতীয় রেল যত আধুনিক হবে ততই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে। ইতিমধ্যেই বৈদ্যুতিকরণ ৯৫ শতাংশ রেলপথে প্রযোজ্য হয়ে একটা বড় মাইলস্টোন পার করেছে ভারতীয় রেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts