National

ঘুম পেতেই পারে, তা বলে জীবন বাজি রেখে এমন ঘুম কেউ ঘুমোয়

ঘুম মানুষের পেতেই পারে। কিন্তু ঘুম পেলেই তো আর যেখানে সেখানে ঘুমিয়ে পড়া যায়না। সেটা করলে কখনও কখনও জীবন নিয়ে টানাটানি হয়ে যায়।

Published by
News Desk

ঘুম পেয়েছিল বলেই সকলে মনে করছেন। কারণ জাগানোর পর কি হতে পারত তা জেনে নাকি ওই ব্যক্তি খুবই ভয় পেয়েছিলেন। ওই ব্যক্তি যদি প্রাণে রক্ষা পেয়ে থাকেন তাহলে তা পেয়েছেন একজন লোকো পাইলটের জন্য।

ওই লোকো পাইলট বা ট্রেন চালকের নজরে পড়ে তিনি যে লাইন ধরে এগিয়ে চলেছেন, সেই লাইনে এক ব্যক্তি শুয়ে আছেন। ট্রেন খুব গতিতে থাকলে বা অনেক দেরিতে ট্রেন চালকের নজর কাড়লে ট্রেনের ধাক্কায় প্রাণ যায় লাইনের উপর থাকা ব্যক্তির।

এক্ষেত্রে অবশ্য সকালবেলা ছিল। লাইনও পরিস্কার দেখা যাচ্ছিল। ট্রেন চালক দেখেন দূরে রেললাইনের ওপর মাথা রেখে কেউ ঘুমোচ্ছেন। পাশে ছাতাটা খোলা। যাতে রোদ মুখের ওপর না পড়ে।

তিনি দ্রুত ট্রেন থামান। তারপর ট্রেন থেকে নেমে পড়েন। লাইনের ওপর দিয়ে হেঁটে পৌঁছে যান ঘুমন্ত ওই ব্যক্তির কাছে। তখনও তাঁর ঘুম ভাঙেনি। গভীর ঘুমে আচ্ছন্ন ওই ব্যক্তিকে ডেকে তোলেন লোকো পাইলট।

ঘুম থেকে ওঠার পর যখন তিনি দেখেন যে যে লাইনের ওপর তিনি শুয়ে ছিলেন এতক্ষণ, সেই লাইনে তাঁর কাছেই দাঁড়িয়ে আছে আস্ত একটি ট্রেন, তখন ভয় পেয়ে যান।

এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নেয়নি। অনেকে এমন ঘটনার জন্য রেলের সুরক্ষা বন্দোবস্তের গাফিলতির দিকে আঙুল তুলেছেন। তবে ওই ব্যক্তি যে নিজেকে শেষ করার কোনও পরিকল্পনা থেকে ঘুমোননি তা মোটামুটি পরিস্কার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে।

Share
Published by
News Desk