National

বিনা টিকিটে ট্রেনে সফর করলেই এবার ধরছে ব্যাটম্যান

বিনা টিকিটে ট্রেনে সফর করার চেষ্টা কিছু মানুষ করে থাকেন। এমনটা করলে কিন্তু এবার সোজা ব্যাটম্যানের কবলে পড়তে হতে পারে।

Published by
News Desk

ব্যাটম্যান শব্দটা ছোট থেকে বড় সকলের পরিচিত। বিখ্যাত কমিকস চরিত্র ব্যাটম্যান এখন আতঙ্কের শব্দে পরিণত হয়েছে মু্ম্বই শহরের জীবনরেখা বলে পরিচিত লোকাল ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছে।

সঙ্গে টিকিট থাকলে ব্যাটম্যান ধরলেও চিন্তা নেই। কিন্তু যাঁরা এখানে বিনা টিকিটে সফর করার চেষ্টা করবেন তাঁদের কিন্তু ব্যাটম্যানের কবলে পড়তে হতে পারে।

কিছু সংখ্যক মানুষ যাঁরা টিকিট না কেটেই মু্ম্বইয়ের লোকাল ট্রেনে সফর করার চেষ্টা করেন এবং মনে করেন রাতের দিকে টিকিট পরীক্ষার অত কড়াকড়ি নেই, তাঁরা নেহাতই মুশকিলে পড়ছেন এখন। ব্যাটম্যানের হাত থেকে তাঁরা রেহাই পাচ্ছেন না।

মুম্বইয়ে পশ্চিম রেলওয়ের তরফে রাতের দিকে বিনা টিকিটের যাত্রীদের পাকড়াও করতে একটি ব্যাটম্যান স্কোয়াড তৈরি করা হয়েছে। ব্যাটম্যান এখানে অবশ্য কমিকসের সেই বাদুড় মানুষ নয়।

বিএটিএমএএন বা ব্যাটম্যানের পুরো কথা হল বি অ্যাওয়ার টিটিই ম্যানিং অ্যাট নাইট। একেই ছোট করে ব্যাটম্যান স্কোয়াড বলছে রেল।

এই বিশেষ টিকিট পরীক্ষক বাহিনী রাতের দিকে লোকাল ট্রেনে চড়ে পড়ছে। স্টেশনের বিভিন্ন কোণায় দাঁড়িয়ে থাকছে। পরীক্ষা করে দেখছে যাত্রীদের টিকিট আছে না নেই।

না থাকলে মোটা অঙ্কের জরিমানাও করছে বাহিনী। ফলে এখন মুম্বইয়ে রাতের দিকে টিকিট ছাড়া ভ্রমণের প্রবণতা অনেকটাই কমেছে।

যে গুটিকয়েক মানুষ টিকিট ছাড়া ভ্রমণের চেষ্টা করতেন, তাঁরাও এখন ব্যাটম্যানদের ভয়ে আর টিকিট না কেটে ওঠার ঝুঁকি নিচ্ছেন না। গত ১১ মার্চ থেকে এই বিশেষ ব্যাটম্যান স্কোয়াড রাতের লোকালগুলির দিকে বিশেষ নজরদারি শুরু করেছে।

Share
Published by
News Desk