National

বদলে যাচ্ছে ৮টি রেলস্টেশনের নাম

৮টি রেলস্টেশনের নাম বদলে যাচ্ছে। কি নাম থেকে কি নাম হচ্ছে তাও জানানো হয়েছে। লোকসভা ভোটের মুখে এই ৮টি স্টেশনের নাম বদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

Published by
News Desk

রেলস্টেশনের নাম বদল নতুন কিছু নয়। এর আগেও অনেক স্টেশনের নাম বদলেছে। সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও ৮টি নাম। একসঙ্গে ৮টি রেলস্টেশনের নাম বদল অবশ্য সচরাচর দেখা যায়না। তবে এবার একসঙ্গে ৮টি রেলস্টেশনের নাম বদলে সবুজ সংকেত দিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

সামনেই লোকসভা ভোট। তার আগেই একটিমাত্র জেলার অন্তর্গত এই ৮টি রেলস্টেশনের নাম বদল অবশ্যই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

যে ৮টি রেলস্টেশনের নাম বদল হল এবং তাদের নতুন যে নাম হচ্ছে তা এরকম। উত্তরপ্রদেশের কাশিমপুর হল্ট নাম বদলে হচ্ছে জইস সিটি। জইস নাম বদলে হচ্ছে গুরু গোরক্ষনাথ ধাম।

বানি স্টেশনের নাম বদলে হচ্ছে স্বামী পরমহংস, মিসরাউলি-র নাম বদলে হচ্ছে মা কালীকান ধাম, নাহালগড় বদলে হচ্ছে মহারাজা বিজলি পাসি।

আকবরগঞ্জ বদলে হচ্ছে মা অহোরবা ভবানী ধাম, ওয়ারিসগঞ্জ বদলে হচ্ছে অমর শহিদ ভালে সুলতান এবং ফুরসতগঞ্জ বদলে হচ্ছে তপেশ্বরনাথ ধাম। এই প্রতিটি স্টেশনই আমেঠি জেলার অন্তর্গত।

এই স্টেশনগুলির নাম বদলের আর্জি পাঠিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ সরকারের সেই আর্জিতে সিলমোহর দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নাম বদলের পর রেলের তরফ থেকে যা করা দরকার সেসব পদক্ষেপ দ্রুত করা হবে বলেই রেলের তরফে স্পষ্ট করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk