National

ট্রেনে কমছে ঘুমের সময়

Published by
News Desk

যাঁরা অহরহ ট্রেনে ভ্রমণ করেন, তাঁরা জানেন স্লিপার কোচে বার্থে ঘুমনোকে কেন্দ্র করে প্রায়শই অশান্তি কোন পর্যায়ে পৌঁছয়! যাত্রীদের অনেকের অভিযোগ, অনেকের ট্রেনে অতিরিক্ত ঘুমের কারণে ভাল করে অন্যরা বসতে পর্যন্ত পারেননা। যদিও ভারতীয় রেলে দূরপাল্লার ট্রেনে স্লিপার কোচে ঘুমের একটা নির্দিষ্ট সময় আছে। সেটা রাত ৯টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত। তারপর অন্যদের বসার সুযোগ দিতে ঘুম থেকে উঠে বার্থ ছেড়ে দিতে হয়। যদিও আপার বার্থের ক্ষেত্রে অতটা অসুবিধা নেই। কিন্তু মিডল ও লোয়ার বার্থে ঘুম নিয়ে প্রায়শই অশান্তি লেগে থাকে।

এই সমস্যা মেটাতে এবার ট্রেনে ঘুমের সময় ১ ঘণ্টা কমাতে চলেছে রেল কর্তৃপক্ষ। নতুন নিয়মে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘুমের জন্য নির্দিষ্ট করা হতে চলেছে। তারপরে ও আগে সহযাত্রীদের বসার জন্য বার্থ ছেড়ে দিতে হবে। যদিও এই নিয়ম অসুস্থ, প্রতিবন্ধী ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

Share
Published by
News Desk