National

২ সন্তান কোলে মায়ের ওপর দিয়ে চলে গেল এক্সপ্রেস ট্রেন, এরপরই মিরাকল

কোলে ২ সন্তান। সেই অবস্থায় মায়ের ওপর দিয়ে চলে গেল একটি এক্সপ্রেস ট্রেন। স্বামী লাফ দিয়ে নামলেন ওই ট্রেন থেকেই। বাকিটা ইতিহাস।

Published by
News Desk

স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে এক ব্যক্তি এসেছিলেন একটি ট্রেন ধরতে। বিহারের পাটনা জেলার বাড় রেলওয়ে স্টেশনে তাঁরা হাজির হন। বেগুসরাই থেকে তাঁরা বাড় স্টেশনে হাজির হন। যেখানে তাঁরা ভাগলপুর-নয়া দিল্লি বিক্রমশীলা এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছিলেন।

ট্রেনটি যখন ৩ নম্বর প্ল্যাটফর্মে এসে হাজির হয় তখন প্ল্যাটফর্মে যথেষ্ট ভিড় ছিল। ট্রেনটি দাঁড়ানোর পর সাধারণ যাত্রীদের জন্য কামরায় ওঠার জন্য রীতিমত হুড়োহুড়ি পড়ে যায়।

ভিড়ে ঠাসা জেনারেল কামরায় ওঠাই ছিল একটা চ্যালেঞ্জ। স্বামী ধাক্কাধাক্কি করে উঠে যেতে পারলেও পিছনে পড়ে যান ২ সন্তান কোলে মা। তিনি শেষপর্যন্ত কোনওক্রমে উঠতে যান।

ঠিক তখনই পা পিছলে প্ল্যাটফর্মের ফাঁক গলে পড়ে যান রেললাইনের ওপর। সকলে হইচই করে ওঠেন। আর কাকতালীয় ভাবে ঠিক তখনই ট্রেনটি ছেড়ে দেয়।

২ সন্তান কোলে মায়ের কি পরিণতি ট্রেনটি চলে যাওয়ার পর দেখতে হবে তার জন্য বিস্ফারিত চোখে অপেক্ষায় থাকেন যাত্রীরা। ধরেই নেন মর্মান্তিক এক দৃশ্যের সাক্ষী হতে হবে তাঁদের।

এদিকে ট্রেন ছেড়ে দিয়েছে। স্ত্রী ২ সন্তানকে কোলে নিয়ে পড়ে গেছেন দেখে চলন্ত ট্রেন থেকেই লাফ দিয়ে নেমে পড়েন স্বামী। ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যেতেই ট্রেনলাইনের ফাঁকে ২ সন্তানকে বুকে আঁকড়ে ধরে ওই মহিলার ফের দেখা মেলে।

সকলে অবাক চোখে দেখেন ৩ জনই অক্ষত অবস্থায় পড়ে আছেন ২ লাইনের মাঝখানে। ওই মহিলা জানান, তিনি প্রায় দমবন্ধ করে এতটুকুও না নড়ে ২ সন্তানকে বুকে আঁকড়ে ২ লাইনের ফাঁকে শুয়ে থাকেন। ট্রেনটি তাঁর ওপর দিয়ে চলে যায় ঠিকই, তবে তাঁর কোনও আঘাত লাগেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk