National

মন্ত্রী বদলালেও অবস্থা যে কে সেই, ফের লাইনচ্যুত রাজধানী

Published by
News Desk

ফের লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেস। জম্মু-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের শেষ কামরাটি এদিন দিল্লি স্টেশনের কাছেই লাইনচ্যুত হয়। তবে এর জেরে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু রেলের যাত্রী সুরক্ষার দিকটি ফের একবার প্রশ্নের মুখে পড়েছে।

এদিন বেলায় ছিল বুলেট ট্রেনের শিলান্যাস অনুষ্ঠান। ঠিক তার আগেই ফের রাজধানীর লাইনচ্যুত হওয়ার ঘটনা দেশের রেল সুরক্ষাকে ফের বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। অনেকেই বলছেন, আগে যেসব ট্রেন চলছে তার সুরক্ষা সুনিশ্চিত করুক সরকার। তারপর বুলেটের মত অতি গতি সম্পন্ন ট্রেন চালানো নিয়ে ভাববে।

Share
Published by
News Desk