National

যাত্রী সুরক্ষায় চোখ খুলে দিল বাংলা, বড় উদ্যোগ নিল রেল

বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করল রেল। এ উদ্যোগ আগেই হয়তো নেওয়া উচিত ছিল। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এমন উদ্যোগ নিতে রেলকে পথ দেখাল বাংলা।

Published by
News Desk

একটা কিছু না ঘটা পর্যন্ত টনক না নড়ার একটা পরম্পরা এখনও বজায় রয়েছে। রেলের ক্ষেত্রেও ঠিক তাই হল। আপাতত পূর্ব রেলের জন্য সিদ্ধান্ত গ্রহণ করল রেল। উদ্যোগও নিল। বিশেষজ্ঞদের দল গঠন করা হল। যারা পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনের স্টেশনে স্টেশনে হাজির হবে।

তারপর পরীক্ষা করে দেখবে সেখানে রেলের জলের ট্যাঙ্কগুলি। ট্যাঙ্কের বয়স জেনে তার পরীক্ষা হবে। তা কত জল ধারণের ক্ষমতা ধরে তাও খতিয়ে দেখা হবে।

দেখা হবে ট্যাঙ্কের চাদরগুলির পরিস্থিতি কেমন। দীর্ঘদিন ধরে জল ধরে রাখার পর ট্যাঙ্কের ভিতরের দিকের হাল কেমন হয়েছে তাও খতিয়ে দেখা হবে।

দেখা হবে তা আদৌ এখনও জল ধারণ করতে সক্ষম কিনা। যদি না হয় তাহলে তা বাতিল করা হবে। এসব সিদ্ধান্ত তাঁদের রিপোর্টে জানাবেন বিশেষজ্ঞেরা।

গত ১৩ ডিসেম্বর বর্ধমান রেলস্টেশনের একটি পুরনো জলের ট্যাঙ্ক আচমকা ভেঙে পড়ে। ১৫ হাজার গ্যালন জল ধরে রাখতে সক্ষম সেই ট্যাঙ্ক ভেঙে পড়ে যাত্রী ভরা স্টেশনে। ৩ জন যাত্রীর মৃত্যু হয়। ৩০ জন গুরুতর আহত হন।

সেই মর্মান্তিক ঘটনা অবশেষে রেল কর্তাদের চোখ খুলে দিল। এবার তাঁরা স্টেশনে স্টেশনে থাকা জলের ট্যাঙ্কগুলির স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যদিও অনেকে বলছেন এটা আগে করলে বর্ধমান স্টেশনের এই দুর্ঘটনা হয়তো ঘটত না। এভাবে প্রাণ হারাতে হতনা ৩ জন মানুষকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk