ভারতীয় রেল, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
গাড়ি নিয়ে বের হওয়ার পর যদি কেউ দেখেন গন্তব্য পার করে গাড়ি এগিয়ে গেছে বা তাঁকে দ্রুত পিছনে ফিরতে হবে তাহলে চালক গাড়ি ঘুরিয়ে উল্টো পথে ফেরত আসেন গন্তব্যে। এমনটা তো আকছার হয়ে থাকে। কিন্তু গাড়ি ঘুরিয়ে নেওয়া আর ট্রেন ঘুরিয়ে নেওয়া তো এক নয়।
অথচ ট্রেনটি যে স্টেশনে দাঁড়ানোর কথা সেখানে না দাঁড় করিয়েই চালক এগিয়ে যান ট্রেন চালিয়ে। তারপর যখন ভুল বুঝতে পারেন, তখন ফের ট্রেন ঘুরিয়ে ফেরেন ছেড়ে চলে যাওয়া স্টেশনটিতে। একটি এক্সপ্রেস ট্রেনে এমন আজব ঘটনা ঘটেছে।
উৎসর্গ এক্সপ্রেস নামে ট্রেনটি বিহারের সারণ জেলার মাঞ্ঝি হল্ট স্টেশনে দাঁড়ানোর কথা। ছাপরা থেকে ফারুখাবাদ যাচ্ছিল ট্রেনটি। ছাপরা থেকে সন্ধে ৭টায় ছাড়ার পর বুধবার আধঘণ্টা পর সাড়ে ৭টায় সেটি মাঞ্ঝি হল্ট স্টেশনে দাঁড়ানোর কথা থাকলেও না দাঁড়িয়ে স্টেশন ছেড়ে বেরিয়ে যায়।
ওই স্টেশন থেকে যে যাত্রীদের ওঠার কথা বা যে যাত্রীদের নামার কথা তাঁরা সকলেই হতবাক হয়ে যান। হইচইও জুড়ে দেন। এদিকে স্টেশনে না দাঁড়িয়েই যে ট্রেনটি নিয়ে তিনি এগিয়ে গেছেন তা জানতে পেরে ট্রেনের চালক একটি সেতুর ওপর ট্রেনটি দাঁড় করিয়ে দেন।
কেউ সেখানে নামতে বা উঠতেও পারছিলেননা। এরপর মাঞ্ঝি স্টেশনের সঙ্গে যোগাযোগ করে চালক বাকি ট্রেনগুলিকে ওই লাইনে আসা থেকে আটকান। এরপর ট্রেন ফের উল্টো মুখে যাত্রা শুরু করে।
এভাবে ফিরে আসে মাঞ্ঝি স্টেশনে। এবার মাঞ্ঝি স্টেশনে যাঁদের নামার কথা নেমে যান। যাঁদের ওঠার কথা ওঠেন। তারপর গন্তব্যের দিকে ছুটে যায় ট্রেনটি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…