Feature

দেশের এমন এক রেলস্টেশন যেখানে যেতে পাসপোর্ট, ভিসা দরকার

এদেশেই এমন একটি রেলস্টেশন রয়েছে, যেখানে পৌঁছতে দেশবাসীর পাসপোর্ট ও ভিসার প্রয়োজন পড়ে। দেশিয় ভূখণ্ডের মধ্যের স্টেশনে যেতে এমন নিয়মের পিছনে রয়েছে অন্য কারণ।

Published by
News Desk

এদেশের রেল ব্যবস্থা প্রতিদিন নানা ধরনের ট্রেন মিলিয়ে প্রায় ১০ হাজার ট্রেন চালায়। এই ট্রেনগুলি দেশজুড়ে থাকা প্রায় ৭ হাজার রেল স্টেশনে পৌঁছয়। যাত্রীদের পৌঁছে দেয় গন্তব্যে। তবে কোনও স্টেশনে প্রবেশ করতে দেশবাসীর ভিসা, পাসপোর্টের দরকার পড়ে না। দেশের মধ্যে যে কোনও জায়গায় যাওয়ার অধিকারটা সাংবিধানিক অধিকার হিসাবেই ভোগ করেন দেশবাসী। তবে এর ব্যতিক্রম আছে।

অমৃতসরের কাছে একটি স্টেশন রয়েছে যার নাম আটারি শ্যাম সিং রেলওয়ে স্টেশন। চলতি ভাষায় একে আটারি স্টেশনই বলা হয়ে থাকে। এই স্টেশন ভারত পাকিস্তান সীমান্তে অবস্থিত। তবে ভারতীয় ভূখণ্ডে।

এই স্টেশনে পা রাখতে গেলে কিন্তু পাসপোর্ট ও ভিসার দরকার পড়ে। পাকিস্তানের ভিসা ছাড়া এই রেলস্টেশনে পা দেওয়া যায়না। আর কেউ পা দিলে তাঁকে গ্রেফতার তো বটেই, এমনকি তাঁর বিরুদ্ধে কড়াই আইনে ব্যবস্থা নেওয়া হয়।

ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সমঝোতা এক্সপ্রেস এই স্টেশন থেকেই ছাড়ত। যা এখন ভারত পাক সম্পর্ক তলানিতে ঠেকায় বন্ধ রয়েছে।

স্টেশনটি ভারত পাকিস্তানের একদম সীমান্তে অবস্থিত। স্টেশনটি পার করলে পাকিস্তানের ওয়াঘা সামান্যই পথ। তাই এই স্টেশন চত্বর অত্যন্ত স্পর্শকাতর বলে মনে করা হয়।

স্টেশনটি খুব বড় না হলেও সেটির গুরুত্ব অপরিসীম। এই স্টেশনে এখন ট্রেন চলাচল বন্ধ থাকলেও ভারতীয় সেনার কড়া প্রহরা থাকে এখানে।

Share
Published by
News Desk