Feature

দেশের ১৩টি রাজ্যের ওপর দিয়ে যায় এই ট্রেন, নামটায় নতুন কিছু আছে

এ দেশের প্রায় অর্ধেক রাজ্যের ওপর দিয়েই যায় এই ট্রেন। ১৩টি রাজ্যের ওপর দিয়ে এই ট্রেন যাতায়াত করে। ট্রেনটির নাম জানা আছে নাকি?

Published by
News Desk

ভারতীয় রেলের যেমন অতিবিশাল নেটওয়ার্ক তেমনই নানা চমকপ্রদ সব তথ্য জড়িয়ে আছে এই জালের মত ছড়িয়ে থাকা রেল রুটগুলিতে। এ দেশে এমন একটি দূরপাল্লার ট্রেন যাতায়াত করছে যা দেশের প্রায় অর্ধেক রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে।

মনে হতে পারে দেশের সবচেয়ে লম্বা রুটের ট্রেনই সবচেয়ে বেশি রাজ্যের ওপর দিয়ে যাওয়ার কথা। কিন্তু বাস্তব তা নয়। রুট তার চেয়ে ছোট হলেও এই ট্রেনটি ১৩টি রাজ্যের ওপর দিয়ে যাতায়াত করে।

ভারতে মোট রাজ্যের সংখ্যা ২৮টি। এছাড়া ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই ২৮টি রাজ্যের মধ্যে ১৩টি রাজ্যের ওপর দিয়েই যাতায়াত করে এই নতুনের ছোঁয়া থাকা ট্রেনটি।

মেঙ্গালুরু সেন্ট্রাল থেকে ট্রেনটি যায় শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা পর্যন্ত। এই রুটেই এর যাতায়াত। যাত্রাপথে ১৩টি রাজ্যের ওপর দিয়ে যাত্রা করে ট্রেনটি।

ট্রেনটি কর্ণাটক থেকে ছেড়ে চলে যায় কেরালা। তারপর কেরালা থেকে তামিলনাড়ু হয়ে অন্ধ্রপ্রদেশ। সেখান থেকে মহারাষ্ট্রে। এরপর মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ হয়ে পৌঁছয় জম্মু কাশ্মীর।

এই ১৩টি রাজ্যের মধ্যে ১২টি রাজ্যের স্টেশনে দাঁড়ায়ও এই নবযুগ এক্সপ্রেস। তবে হিমাচল প্রদেশের ওপর দিয়ে গেলেও কোথাও দাঁড়ায় না।

এভাবে ১৩টি রাজ্য ছুঁয়ে যাতায়াত চালিয়ে যাচ্ছে নবযুগ এক্সপ্রেস। নবযুগ এক্সপ্রেসই দেশের এমন এক ট্রেন যা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের ওপর দিয়ে যাত্রা করে।

Share
Published by
News Desk