Feature

স্টেশনের শেষে রোড লেখা কেন থাকে, জানা অত্যন্ত জরুরি

অনেক রেলস্টেশনের নামের শেষে দেখা যায় রোড শব্দটি রয়েছে। এটি কিন্তু অযথাই বসানো নয়। এটা যাত্রীদের একটি বিশেষ তথ্য সরবরাহ করে।

Published by
News Desk

ট্রেনে সফরকালে অনেক এমন স্টেশনে ট্রেন দাঁড়ায় বা ট্রেন তার ওপর দিয়ে চলে যায় যে স্টেশনের শেষে রোড লেখা থাকে। যেমন ধরুন বিধাননগর রোড, নাসিক রোড, টাকি রোড এবং এমন বহু রেলস্টেশন রয়েছে যার নামের শেষে রোড থাকে।

স্টেশনের নামের শেষে রোড কথাটি কিন্তু অযথাই বসানো হয়নি। এটির একটি বিশেষ কারণ আছে। এই রোড শব্দটি থাকা মানে যাত্রীদের একটি বিশেষ তথ্য সরবরাহ করে রেল।

যে তথ্য জানা থাকলে যাত্রীদের উপকার। ওই স্টেশনে নামার হলে যাত্রীদের অনেক সিদ্ধান্ত নিতে বা আগাম সিদ্ধান্ত নিয়ে রাখতে সুবিধা হবে। এটা যাত্রীদের সবচেয়ে উপকারে লাগবে।

স্থানীয় জায়গার নামেই ট্রেন যে স্টেশনে দাঁড়ায় সেই স্টেশনের নাম হয়। অনেক স্টেশন হয় যা ওই শহর বা নগর বা গ্রামের ওপরই অবস্থিত। কিন্তু এমনও অনেক স্টেশন হয় যার নাম যে স্থানের নামে তা ওই স্টেশনে নেমেই পাওয়া যাবেনা।

সেই পর্যন্ত পৌঁছতে হেঁটে হোক, কোনও গাড়িতে হোক, বাসে হোক, রিক্সায় হোক বা অন্য কোনও যানে মানুষকে যেতে হবে। স্টেশনটি ঠিক ওই জায়গার ওপরেই অবস্থিত নয়। স্টেশন থেকে জায়গাটি একটু দূরে।

এমন যেসব স্টেশন থাকে সেইসব স্টেশনের শেষে রোড কথাটি দেওয়া হয়। এতে যাত্রীরা বুঝে যান যে ওই স্টেশনে নামা মানেই ওই শহরে পৌঁছে যাওয়া বা ওই গ্রামে পৌঁছে যাওয়া নয়। স্টেশনে নেমে কিছুটা আবার যেতে হবে। এমন স্টেশনগুলির শেষে রোড কথাটি লেখা থাকে।

Share
Published by
News Desk