Feature

মুখোমুখি ২টি প্ল্যাটফর্ম ২টি আলাদা নামের স্টেশন, এমন স্টেশনও রয়েছে এদেশে

এ দেশে যেমন জালের মত ছড়িয়ে আছে রেললাইন, তেমনই চমক দেওয়ার মত দৃশ্যও রেল পরিষেবার ক্ষেত্রে নজরে পড়ে। এমনকি কিছু ক্ষেত্রে যাত্রীরাও ঘোল খেয়ে যান।

Published by
News Desk

২টি স্টেশন খুব কাছে বললে যে কেউ বুঝতে পারেন যে ২টি স্টেশনের মধ্যে দূরত্ব খুব কম। ট্রেন একটি স্টেশন ছেড়ে অন্য স্টেশনে পৌঁছতে বেশি সময় নেয় না।

কিন্তু এদেশেই এমন ২টি স্টেশন রয়েছে যা আদপে একটিই স্টেশন চত্বরে অবস্থিত। মানে এখানে ২টি স্টেশন কাছাকাছি বলতে ট্রেনে করে যাওয়া যায়না। কেবল একটি প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ পার করে উল্টো দিকের প্ল্যাটফর্মে যেতে হয়!

অবাক হওয়ারই কথা। কারণ একটি স্টেশনে প্রবেশ করার পর তার সব প্ল্যাটফর্মে ওই স্টেশনের নাম লেখা দেখা যায়। সর্বত্র একটাই নাম থাকে। ২টি নয়।

কিন্তু ভারতে একটিমাত্র এমন স্টেশন রয়েছে যেখানে একই স্টেশন চত্বরে ২টি প্ল্যাটফর্মে ২টি আলাদা স্টেশন অবস্থান করছে। এই আজব জোড়া স্টেশন রয়েছে মহারাষ্ট্রের আহমেদনগর জেলায়।

এই স্টেশন ২টির নাম শ্রীরামপুর এবং বেলাপুর। একটি প্ল্যাটফর্মে সর্বত্র লেখা শ্রীরামপুর এবং তার ঠিক উল্টোপারের প্ল্যাটফর্মে লেখা বেলাপুর।

এই ২টি আলাদা নামের স্টেশনে পৌঁছতে যাত্রীদের কেবল একটি ওভারব্রিজ পার করতে হয়। কারণ ২টি স্টেশনকে আলাদা করেছে ২টি প্ল্যাটফর্মের মাঝখান দিয়ে যাওয়া রেললাইন।

অনেক সময়ই যাত্রীরা সমস্যায় পড়েন কোন স্টেশনে যাবেন তা ভেবে। অনেকে বুঝে উঠতে পারেন না কোনটা কোন স্টেশন। এজন্য রেল কর্তৃপক্ষ এখানে চারিদিকে ২টি আলাদা স্টেশনের নাম লিখে চিহ্নিত করে বোঝানোর চেষ্টা করেছে যাত্রীরা বেলাপুরে যেতে কোন প্ল্যাটফর্মে যাবেন আর শ্রীরামপুরে যেতে কোন প্ল্যাটফর্মে।

Share
Published by
News Desk