Feature

স্টেশনের নামের বোর্ডে লাল দিয়ে লেখা থাকে গুরুত্বপূর্ণ তথ্য, কি তা জানলে অবাক হবেন

ট্রেনে সফর করার সময় অনেক স্টেশন পার করতে হয়। সেখানে হলুদ বোর্ডে স্টেশনের নাম লেখা থাকে বড় করে। তার তলায় ছোট করে লাল রংয়ে লেখা থাকে এক গুরুত্বপূর্ণ তথ্য।

Published by
News Desk

ট্রেনে তো প্রতিদিন অনেকেই সফর করছেন। সফরে একের পর এক স্টেশন আসছে। প্রতিটি স্টেশনেই স্টেশনের নাম হলুদ বড় বোর্ডে কালো অক্ষরে বড় বড় করে লেখা থাকে।

হিন্দি, ইংরাজি ছাড়াও স্থানীয় ভাষাতেও স্টেশনের নাম উল্লেখ থাকে। এই হলুদের ওপর কালো দিয়ে স্টেশনের নাম লেখা অংশের তলার দিকে ছোট ছোট করে লাল অক্ষরে লেখা এবং একটি নম্বর দেওয়া থাকে।

এটি অনেকেই দেখেও দেখেননা বা গুরুত্ব দেন না। কিন্তু এই নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন ওটা রেলের ব্যাপার। কিন্তু তা যাত্রীদেরও জানার বিষয়।

লাল রং দিয়ে ছোট ছোট করে যা লেখা থাকে তাতে এমএসএল লেখা এবং তার পাশে একটি নম্বর থাকে। এই এমএসএল শব্দের পুরো কথা হল মিন সি লেভেল।

অর্থাৎ স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উঁচুতে। পাশের নম্বরটি হল সেই উচ্চতা যে উচ্চতায় স্টেশনটি রয়েছে। এটি স্টেশন লাগোয়া নির্মাণে দরকার পড়ে। এছাড়া স্টেশনের যাবতীয় নির্মাণ ওই উচ্চতা মাথায় রেখে হয়।

সাধারণ মানুষ জানতে পারেন তাঁরা সেই সময় সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উঁচুতে রয়েছেন। এছাড়া এক সময় ওই উচ্চতা দেখে চালক ট্রেনের গতি স্থির করতেন।

যদিও এখন তার দরকার পড়ে না। এখন উন্নত প্রযুক্তির হাত ধরে কি করতে হবে তা জানতে পেরে যান চালক। এজন্য ওই উচ্চতা দেখার দরকার পড়ে না।

Share
Published by
News Desk