National

লাইনচ্যুত হয়েও হলনা প্রভুর রেল

Published by
News Desk

৪ দিনের ব্যবধানে ২টি ট্রেন দুর্ঘটনা। ২টোই উত্তরপ্রদেশে। গত শনিবার মুজফফরনগরের পর বুধবার অওরৈয়া। যার জেরে বুধবার রেল মন্ত্রকের শীর্ষস্তরে ভূমিকম্প হয়ে গেল। সকালে ইস্তফা দেন রেলবোর্ডের চেয়ারম্যান অশোক কুমার মিত্তল। পদ ফাঁকা না রেখে দ্রুত ওই পদের দায়িত্ব দেওয়া হয় এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বিনী লোহানিকে।

মনে হয়েছিল এখানেই বুঝি ইতি পড়ল। কিন্তু না। তখনও প্রধান চমক বাকি ছিল। এরপর ট্যুইটারে রেলমন্ত্রী সুরেশ প্রভু স্বয়ং জানান, এই ২ রেল দুর্ঘটনার নৈতিক দায়িত্ব তিনি নিজে নিচ্ছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। যা থেকে পরিস্কার যে সুরেশ প্রভু ইস্তফা দিতে চেয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে অপেক্ষা করতে বলায় তিনি এখনই আর কোনও পদক্ষেপ নিচ্ছেন না বলেও এদিন ট্যুইট করে জানান প্রভু। পরপর ট্রেন দুর্ঘটনায় বিরোধীদের তোপ যে রেল মন্ত্রকের চুড়ো নড়িয়ে দিয়েছে তা একই দিনে রেলমন্ত্রীর পদত্যাগের ইচ্ছাপ্রকাশ ও রেলবোর্ডের চেয়ারম্যানের ইস্তফা থেকে স্পষ্ট।

Share
Published by
News Desk