ভারতীয় রেল, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @Smeet Chowdhury
আপ অমুক গাড়ি এত নম্বর প্ল্যাটফর্মে আসছে। ডাউন অমুক গাড়ি এত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। এমন শব্দ রেলস্টেশনে গেলেই শোনা যায়। এমনকি দূরপাল্লার টিকিটেও আপ না ডাউন তা দেওয়া থাকে।
একই রুটে একটি ট্রেন আপ হয়, অন্যটি ডাউন হয়। আপ ট্রেন বা ডাউন ট্রেন শব্দগুলি পরিচিত হলেও কোন যুক্তিতে একটি ট্রেন আপ আর অন্যটি ডাউন সেটা জানা জরুরি। কোনও ট্রেনের আপ বা ডাউন হাওয়া একাধিক যুক্তির ওপর নির্ভর করে থাকে।
আপ ও ডাউন ট্রেন স্থির হত সমুদ্রপৃষ্ঠকে মাথায় রেখে। মানে সমুদ্রপৃষ্ঠ থেকে যে ট্রেন কোথাও যাচ্ছে তা আপ ট্রেন। যে ট্রেন সমুদ্রের ধারে কোথাও যাচ্ছে তা ডাউন। কারণ সমুদ্রপৃষ্ঠ সমতলের সবচেয়ে নিচু এলাকা। তাই ট্রেন নিচের দিকে যাচ্ছে। তাই ডাউন। আর সমুদ্রের ধার থেকে কোনও ট্রেন ইনল্যান্ড বা সমুদ্র থেকে দূরে যাচ্ছে মানে তা আপ।
শিয়ালদহ শাখার ক্ষেত্রে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেনগুলি ডাউন ট্রেন। কারণ সমুদ্রের দিকে যাচ্ছে। আর শিয়ালদহ উত্তরের ট্রেনগুলি যখন শিয়ালদহ থেকে ছাড়ছে তখন সেগুলি আপ ট্রেন হয়ে যাচ্ছে।
আরও একটি তত্ত্ব ভারতীয় রেলের আপ ডাউন ট্রেন নির্ধারণ করত। ভারতীয় রেলে ডাউন ট্রেন বলতে বোঝায় যখন একটি ট্রেন তার জোনাল বা ডিভিশনাল হেডকোয়ার্টার থেকে ছাড়ছে তার গন্তব্যের উদ্দেশে। অর্থাৎ যখন একটি ট্রেন তার হোম স্টেশন থেকে ছেড়ে গন্তব্যের দিকে যাচ্ছে তখন তা ডাউন।
যেমন হাওড়া থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস। এটি যখন হাওড়া থেকে ছেড়ে দিল্লির দিকে রওনা দিচ্ছে তখন সেটি ডাউন রাজধানী এক্সপ্রেস। এর ঠিক উল্টোটা হয় আপ।
অর্থাৎ যখন কোনও ট্রেন তার হোম স্টেশনের দিকে আসছে তখন তা আপ হিসাবে পরিগণিত হবে। মানে যখন রাজধানী এক্সপ্রেস দিল্লি থেকে হাওড়া আসছে তখন তা আপ রাজধানী এক্সপ্রেস। কারণ সেটি তখন তার হোম স্টেশনের দিকে আসছে। তবে সব ক্ষেত্রে এ যুক্তি খাটে না।
আপ, ডাউন বোঝার আরও একটি উপায় হল এর নম্বর। প্রতিটি ট্রেনের একটি করে নম্বর থাকে। সাধারণত একই রুটের একটি ট্রেনের আপ এবং ডাউন গাড়ির মধ্যে নম্বরের ফারাক হবে ১।
ডাউন ট্রেনের নম্বর বিজোড় সংখ্যা দিয়ে হবে। আর আপ ট্রেনের নম্বর জোড় সংখ্যা দিয়ে হবে। তাদের সব নম্বরটাই মিলবে, কেবল ফারাক হবে শেষের নম্বরে। যার ফারাক হয় ১টি নম্বরের।
যেমন হাওড়া থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের নম্বর ১২৩০১। এটি ডাউন ট্রেন। আর দিল্লি থেকে হাওড়াগামী রাজধানী এক্সপ্রেসের নম্বর হল ১২৩০২। এটি আপ ট্রেন। তবে এরও ব্যতিক্রম আছে।
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…