State

বানভাসি উত্তর, বিপর্যস্ত ট্রেন যোগাযোগ

Published by
News Desk

বানভাসি উত্তরবঙ্গের পরিস্থিতির জেরে বিপর্যস্ত রেল যোগাযোগ। কার্যত উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগও লাটে উঠেছে। উত্তরে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কোনও ট্রেন ছাড়ছে না। অন্যদিকে মালদহ টাউনের পর কোনও ট্রেন উপরের দিকে যাচ্ছে না।

জলের যা পরিস্থিতি তাতে কোনও ঝুঁকি নিয়ে ট্রেন চালাতে চাইছে না রেল কর্তৃপক্ষ। ফলে শুধু উত্তরবঙ্গই নয়, অসম থেকে উত্তরবঙ্গ হয়ে যসব ট্রেন ভারতের বিভিন্ন প্রান্তে যায় তাও এক এক স্টেশনে চুপ করে দাঁড়িয়ে আছে।

ব্যাপক সমস্যায় পড়েছেন যাত্রীরা। অনেক ট্রেন আবার উত্তরবঙ্গের দিকে যাত্রা করেও মাঝ রাস্তা থেকে সেগুলিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। দার্জিলিং মেলকে বীরভূমের মুরারই স্টেশন থেকে ফিরিয়ে নিয়ে আসে রেল কর্তৃপক্ষ।

Share
Published by
News Desk