National

বাকি সব একই রইল, শুধু ৪২ বছরের রাজ্যপাট হারাল টিপু

বাকি সবকিছু একই রয়ে গেল। জায়গা থেকে গতি, সবই। শুধু হারিয়ে গেল ৪২ বছরের রাজ্যপাট। রাজ্যপাট হারিয়ে এখন অতীতের সুলতান টিপু।

Published by
News Desk

ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার সময় মৃত্যু হয় তাঁর। সেই ইতিহাসখ্যাত টিপু সুলতান ফের তাঁর রাজ্যপাট হারালেন। আর একবারের জন্য হারিয়ে গেল ৪২ বছরের শাসন। শনিবার থেকে তিনি কেবলই অতীত। তাঁর জায়গা নিল অন্য এক রাজবংশ।

যাঁরা মাইসুরুতে এক সময় দাপটেই রাজত্ব করতেন। সেই রাজ্যপাটও ইতিহাসখ্যাত। তবে টিপু সুলতানের মত তা প্রবাদপ্রতিম হয়ে উঠতে পারেনি।

টিপু সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে মৃত্যু বরণ করার পর তাঁকে সম্মান জানিয়ে ১৯৮০ সালে বেঙ্গালুরু ও মাইসুরু, এই ২টি শহরের মধ্যে চালু হয় একটি ট্রেন যোগাযোগ। যে ট্রেনের নাম দেওয়া হয় টিপু এক্সপ্রেস।

দেশের অন্যতম গতিশীল ট্রেন হয়ে ওঠে এটি। যা ১৩৯ কিলোমিটার পথ মাত্র ৩ ঘণ্টায় অতিক্রম করে। তাও আবার সিঙ্গেল লাইন মিটার গেজ ট্র্যাক ধরে।

সেই ট্রেন বন্ধ হয়নি ঠিকই। তবে ৪২ বছর ওই ট্রেনকে যে নামে মানুষ চিনতেন তা বদলে গেছে। শনিবার থেকে ট্রেনটির নতুন নাম হয়েছে মাইসুরুর হিন্দু রাজত্ব ওডেয়ার রাজবংশের নামে। ট্রেনের নতুন নাম হয়েছে ওডেয়ার এক্সপ্রেস।

মাইসুরুর সাংসদ প্রতাপ সিমহা এই প্রস্তাব ভারতীয় রেলের কাছে পাঠিয়েছিলেন গত জুলাই মাসে। তাঁর সেই প্রস্তাবকে মান্যতা দিয়েই টিপু সুলতানের নামে চলা ট্রেনের নাম বদলে রাখা হল মাইসুরুর অন্য রাজবংশ ওডেয়ারের নামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk