Business

ট্রেনের টিকিট বাতিল করলে এখন গুনতে হবে আরও বেশি টাকা

ট্রেনে কোথাও দূরে যাওয়ার হলে আগেভাগে অনেকেই টিকিট কেটে রাখেন। কিন্তু শেষ মুহুর্তে তা বাতিল করলে একটি চার্জ দিতেই হত। এবার সেই খরচ আরও বাড়ল।

Published by
News Desk

ট্রেনে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা আগে থেকেই হয়ে গেলে কেউ আর দেরি না করে ট্রেনের টিকিট কেটে ফেলেন। পরে টিকিট না পাওয়া যেতে পারে এমন একটা আতঙ্ক থেকে কেউ আর দেরি করতে চান না। কিন্তু কয়েক মাস আগে কাটা টিকিট নানা অসুবিধা এসে পড়লে অনেক সময় বাতিলও করতে হয়। সেক্ষেত্রে টিকিট বাতিল করলে একটা বাতিলের চার্জ দিতে হয়।

সেটা ভ্রমণের ৪৮ ঘণ্টা আগে এক রকম, ১২ ঘণ্টা আগে আর এক রকম। এভাবে ধাপে ধাপে সাজানো। যত সময় এগিয়ে আসে এবং টিকিট বাতিল হয় ততই বেশি চার্জ গুনতে হয়।

এই বাতিলের চার্জের ওপরও এবার নতুন চার্জ গুনতে হবে যাত্রীকে। অর্থমন্ত্রক একটি সার্কুলারে জানিয়ে দিয়েছে এবার থেকে বাতিলের চার্জের ওপরও জিএসটি প্রদান করতে হবে। ফলে চার্জ তো দিতেই হবে, তার ওপর এবার গুনতে হবে জিএসটি।

যে হারে টিকিট কাটার সময় জিএসটি প্রদান করতে হয়েছিল, টিকিট বাতিলের চার্জের ওপর সেই হারেই জিএসটি দিতে হবে। টিকিট কাটার সময় যদি ৫ শতাংশ জিএসটি প্রদান করা হয়, তাহলে বাতিলের চার্জের ওপর ৫ শতাংশ জিএসটি এবার থেকে গুনতে হবে গ্রাহককে।

ফলে টিকিট বাতিল করতে হলে এবার থেকে আরও বেশি টাকা পকেট থেকে খসবে। এতদিন ক্যানসেলেশন চার্জ দিতে হচ্ছিল, এবার থেকে ক্যানসেলেশন চার্জের ওপর দিতে হবে জিএসটিও।

Share
Published by
News Desk