National

যাত্রীবাহী ট্রেনে উঠে পড়ল মোষ, ফাঁকা হয়ে গেল ট্রেনের কামরা

কিছুদিন আগে শিয়ালদহ ডায়মন্ডহারবার লোকালে একটি ঘোড়া উঠেছিল। তা নিয়ে হইচই পড়ে যায়। এবার ট্রেনে উঠে পড়ল একটি বিশাল মোষ।

Published by
News Desk

যাত্রীবাহী ট্রেন মানুষের যাতায়াতের জন্য তৈরি। কিন্তু তা সত্ত্বেও পোষা কুকুর, পাখি এমনকি বাঁদর নিয়েও ট্রেনে যাতায়াত করতে যে দেখা যায়নি এমনটা নয়। কিন্তু তার চেয়ে বড় চেহারার পশু ট্রেনের কামরায় দেখলে মানুষের বুক কাঁপে।

চলন্ত ট্রেনে যদি কোনও কারণে মেজাজ হারিয়ে সে ছোটাছুটি শুরু করে তো যাত্রীদের পালানোর পথ নেই। কারণ ট্রেন চলছে। তেমনই এক আতঙ্ক পেয়ে বসল একটি যাত্রীবাহী ট্রেনে।

ট্রেনের কামরায় একটি মোষ উঠে পড়ার পর যাত্রীরা তটস্থ হয়ে পড়েন। কালো মোষটির চেহারা দেখে ভয় পেয়ে যান অনেকে। ছবিটি ট্যুইটারের হাত ধরে ছড়িয়ে পড়ে।

এক যাত্রীর অভিযোগ জনা ১০-১২ লোক এসে ঝাড়খণ্ডের মির্জা চৌকি স্টেশনে মোষটিকে ট্রেনে তুলে দেন। তারপর একটি রড এর সঙ্গে সেটিকে বেঁধে রেখে ট্রেন থেকে নেমে যান। আর যাত্রীদের কয়েকজনকে বলে যায় ওই মোষটিকে যেন তাঁরা বিহারের সাহেবগঞ্জ স্টেশনে নামিয়ে দেন।

ঝাড়খণ্ড থেকে বিহারগামী ওই ট্রেনের কামরায় আতঙ্ক ছড়ায়। একটা বড় সময়ের যাত্রা। এর মধ্যে যদি কোনওভাবে মোষের মেজাজ বিগড়োয় তাহলে কী হবে সেকথা ভেবে কোনও ঝুঁকি না নিয়ে অনেকে ওই কামরা থেকে নেমে পড়েন।

কার্যত কামরা প্রায় ফাঁকা হয়ে যায়। এর ফাঁকে এক যাত্রী মোষের ট্রেন যাত্রার সেই ভিডিও তুলে নেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে রেল।

Share
Published by
News Desk