Kolkata

শিয়ালদহ স্টেশনে ট্রেন দুর্ঘটনা, আহত বহু যাত্রী

Published by
News Desk

বাফার পার করে স্টেশনের গার্ডওয়ালে ধাক্কা মারল লোকাল ট্রেন। ঝাঁকুনিতে ট্রেনটির মহিলা কামরা লাইনচ্যুত হয়ে যায়। গিয়ে পড়ে পাশের লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগির ওপর। এদিকে প্রবল ঝাঁকুনির জেরে ট্রেন থেকে ছিটকে পড়েন বহু যাত্রী। আহতদের মধ্যে অধিকাংশই মহিলা। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে বি আর সিং ও এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার বেলা ১০টা ২০ মিনিটে ঘটনাটি ঘটে। অফিস টাইম। ফলে যাত্রী বোঝাই হয়ে শিয়ালদহের ১৩ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল আপ সোনারপুর লোকাল। স্টেশনে যেখানে দাঁড়ানোর কথা সেখানে না দাঁড়িয়ে দ্রুত গতিতে ট্রেনটি গিয়ে ধাক্কা মারে স্টেশনের শুরুতে থাকা গার্ডওয়ালে। মুহুর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহিলা কামরা লাইনচ্যুত হয়ে যায়। পাশের ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অন্য একটি লোকালের বগি ঘেঁষে আটকে যায় মহিলা কামরা। ট্রেন থেকে নেমে আসার জন্য হুড়োহুড়ি পড়ে যায়।

ঠিক কী কারণে দুর্ঘটনা তা এখনও রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়নি। তবে দুর্ঘটনার পর ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির প্রথম ৩টি দুর্ঘটনাগ্রস্ত বগি বাদ দিয়ে বাকি বগিগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। হাজির হন রেলে উচ্চপদস্থ আধিকারিক থেকে ইঞ্জিনিয়াররা। ২টি গায়ে গায়ে লেগে যাওয়া কামরাকে আলাদা করে লাইন পরিস্কার করার কাজ শুরু হয়। যদিও বৃষ্টির জেরে কাজ কিছুটা হলেও ব্যাহত হয়। এদিকে স্টেশনে ঢুকে এমন দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। এমনকি দুর্ঘটনার পরও রেলের তরফে কোনও সাহায্য মেলেনি বলে অভিযোগ করে এদিন শিয়ালদহ স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীদের একাংশ।

Share
Published by
News Desk