Kolkata

সাড়ে ৭ মাস পর রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন

সাড়ে ৭ মাস বন্ধ ছিল লোকাল ট্রেনের চাকা। আগামী বুধবার থেকে সেই লোকাল ট্রেনের চাকা ফের গড়াবে। তবে সংখ্যায় কম চলবে ট্রেন।

Published by
News Desk

কলকাতা : নিউ নর্মাল পরিস্থিতিতে অফিস কাছারি খুললেও লোকাল ট্রেন চালু হয়নি রাজ্যে। ফলে বেজায় সমস্যায় পড়ছিলেন শহরতলির বাসিন্দারা। কর্মক্ষেত্রে রোজগারের জন্য আসতে হচ্ছিলই। কিন্তু দূর দূর থেকে এখানে আসতে কালঘাম ছুটে যাচ্ছিল তাঁদের। সঙ্গে অতিরিক্ত অর্থ ব্যয়। সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে লোকাল ট্রেন চালু না হওয়ায় ক্ষোভ বাড়ছিল।

এর মধ্যে মেট্রো রেলও চালু হয়ে গিয়েছিল। যা তাঁদের আরও ক্ষুব্ধ করে তুলছিল। এ নিয়ে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ক্ষোভ ও রেলকর্মীদের জন্য বিশেষ ট্রেনে উঠতে হুড়োহুড়ি নজর কাড়ে।

এর মধ্যেই রাজ্যে লোকাল চালানো নিয়ে বৈঠকে বসে রাজ্যসরকার ও রেল কর্তৃপক্ষ। সেখানেই অবশেষে সিদ্ধান্ত হয়েছে আগামী বুধবার থেকে এ রাজ্যে চালু হয়ে যাবে লোকাল ট্রেন।

গত ২৩ মার্চ থেকে রাজ্যে বন্ধ হয় লোকাল ট্রেন। ২৪ মার্চ বিকেলে রাজ্যসরকার লকডাউন চালু করে। ২৫ মার্চ রাত ১২টা থেকেই সারা দেশজুড়ে লকডাউন চালু হয়ে যায়। তারপর থেকে লোকাল ট্রেনের চাকা আর ঘোরেনি।

অবশেষে সাড়ে ৭ মাস পর এ রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন। তবে সংখ্যায় সীমিত। রাজ্যের সঙ্গে রেলের বৈঠকের পর গত সোমবারই যার ইঙ্গিত মিলেছিল। তবে যতটা কম চালানোর কথা বলা হয়েছিল তা হচ্ছেনা। তার চেয়ে বেশি গাড়িই চলবে বুধবার থেকে।

কী স্থির হয়েছে? বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও রেলের কর্মকর্তাদের বৈঠকের পর স্থির হয়েছে হাওড়া শাখায় ১০৪টি ট্রেন চলবে বুধবার থেকে। এই দিন থেকে শিয়ালদহ শাখায় চলবে ২২৮টি ট্রেন।

দক্ষিণ পূর্ব রেলে অবশ্য অত ট্রেন এখনই চালু হচ্ছে না। হাওড়া-খড়গপুর শাখায় ১৭ জোড়া ট্রেন চালানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে। আপাতত এটুকু চালু হলেও আগামী দিনে ট্রেন বাড়ানো হবে বলেই জানানো হয়েছে। ক্রমে ধাপে ধাপে বাড়বে ট্রেনের সংখ্যা।

আপাতত যে পুরনো টাইমটেবিল ছিল তাই থাকছে। কোনও নতুন টাইমটেবিল আনা হচ্ছেনা। তবে কিছু ট্রেনের ক্ষেত্রে সময়ে সামান্য রদবদল হতেও পারে।

আগামী বুধবার ট্রেন চালুর আগে আগামী সোমবার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নিয়ে ফের বৈঠকে বসছে রাজ্য ও রেল। তারপর আগামী মঙ্গলবার রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে ট্রেন চলাচল নিয়ে যাবতীয় বিষয় স্পষ্ট করে দেওয়া হবে সকলের কাছে।

Share
Published by
News Desk