National

ট্রেনে কাটা পড়েছে মা-দিদি, লাইনের মাঝে কাঁদছে ১ বছরের সন্তান

রাখে হরি মারে কে! মা ও তাঁর ২ মেয়ের দেহ ট্রেনে কাটা পড়া অবস্থায় লাইনের পাশে পড়ে। আর লাইনের মাঝে হামা দিয়ে কাঁদছে ১ বছরের সন্তান।

Published by
News Desk

নয়াদিল্লি : পাশেই পড়ে আছে রক্তাক্ত মা। পড়ে ২ দিদির দেহও। সবই রক্তে ভেসে যাচ্ছে। ৩ জনই ট্রেনে কাটা পড়েছে। কেবল বেঁচে গেলে ১ বছরের সন্তান। ট্রেনের ২টি লাইনের মাঝে হামা দিচ্ছে ১ বছরের সন্তান। আর কাঁদছে। একা পড়ে গেছে সে। মায়ের কোল নয়, এক পাথুরে উত্তপ্ত অন্ধকার ঘেরা জায়গায় সে জানতেই পারল না যে কোলটার জন্য সে একটানা কেঁদে চলেছে সে তা তার পাশেই পড়ে আছে মৃত অবস্থায়।

পুলিশ জানাচ্ছে, এক মালগাড়ি চালকের নজরে পড়ে দেহগুলি। নজরে পড়ে শিশুটিও। তিনি দ্রুত গাড়ি থামান। তারপর খবর দেন রেল আধিকারিকদের। তখন ভোর ৪টে। দ্রুত সেখানে হাজির হন সকলে। শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হয় মা ৩০ বছরের কিরণ ও তাঁর ৬ ও ৮ বছরের মেয়েদের দেহ। ৩ সন্তানকে নিয়েই আত্মঘাতী হতে ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিলেন মহিলা। কিন্তু ১ বছরের সন্তান লাইনের মাঝে পড়ে রক্ষা পায়।

পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীর মাঝেমধ্যেই ঝগড়া লেগে থাকত। পারিবারিক অশান্তির কারণেই তিনি তাঁর সন্তানদের নিয়ে আত্মহত্যা করতে যান কিনা তা জানতে স্বামীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এদিকে কোন ট্রেনে ওই মহিলা ও তাঁর ২ মেয়ে কাটা পড়েছে তাও জানতে পারেনি পুলিশ। সেটাও জানার চেষ্টা চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk