State

ফের রেললাইনে ফাটল, ফের গ্রামবাসীদের লাল কাপড়ে রক্ষা!

Published by
News Desk

কয়েকদিন আগেই কোচবিহারের ঘুঘুমারিতে এক গ্রামবাসী রেল লাইনে ফাটল দেখে গায়ের লাল জামা উড়িয়ে ট্রেন থামিয়ে বহু মানুষের প্রাণ রক্ষা করেছিলেন। কদিনের ব্যবধানে ফের সেই লাইনে ফাটলের ঘটনা সামনে আসল উত্তরবঙ্গে। এবার ঘটনাস্থল আলিপুরদুয়ারের হাসিমারা ও মাদারিহাট স্টেশনের মাঝে। সূত্রের খবর, এদিন সকালে ওই লাইন দিয়ে শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস চলে যাওয়ার সঙ্গে সঙ্গে লাইনে বড়সড় আওয়াজ পান স্থানীয় লোকজন। ছুটে এসে দেখেন লাইনে ফাটল। এদিকে পিছনেই আসছে জলপাইগুড়ি-বামনঘাট প্যাসেঞ্জার ট্রেন। গ্রামবাসীরা বুঝতে পারেন রেল কর্তৃপক্ষকে খবর দিয়ে ট্রেন দাঁড় করাতে করাতে ট্রেনটি এই লাইনের ওপর দিয়ে চলে যাবে। ফলে নিজেরাই একটি লাল কাপড় জোগাড় করে সেটা নাড়িয়ে কোনওক্রমে ট্রেনটি থামিয়ে দেন। পরে রেল কর্তৃপক্ষের তরফে লাইন মেরামতির পর ফের ট্রেন চলাচল শুরু হয়। এদিন কার্যত গ্রামবাসীদের তৎপরতাতেই ফের বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা মিলল।

 

Share
Published by
News Desk

Recent Posts