National

৩০ জুন পর্যন্ত বাতিল সব ট্রেনের টিকিট

আগামী ৩০ জুন পর্যন্ত সব ট্রেনের টিকিট বাতিল করল ভারতীয় রেল। চলবে কেবল স্পেশাল ট্রেন ও শ্রমিক স্পেশাল।

Published by
News Desk

অনেকেই ভাবতে শুরু করেছিলেন যে বোধহয় ১৭ মে-র পর ট্রেন চলাচল কিছুটা হলেও শুরু হয়ে যাবে। লকডাউন বিধি মেনে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে ট্রেন ছুটবে গন্তব্যে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল ভারতীয় রেল। ভারতীয় রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ৩০ জুন পর্যন্ত যাবতীয় নিয়মিত ট্রেনের টিকিট বাতিল করল তারা। ফলে এক্সপ্রেস, মেল, প্যাসেঞ্জার, লোকাল ট্রেন বাতিল হয়ে গেল। এখন যেমন চলছে তেমনই পরিস্থিতি বজায় থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত।

যাঁরা আগে থেকেই ৩০ জুনের মধ্যে টিকিট কেটে রেখেছিলেন তাঁদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছে রেল। তাহলে কি চলবে? মালগাড়ি যেমন চলছে তেমনই চলবে। আর যাত্রীবাহী হিসাবে এখন যেমন শ্রমিক স্পেশাল চলছে চলবে। চলবে স্পেশাল ট্রেন। এখন যেমন ভারতীয় রেল ১৫টি রুটে ১৫ জোড়া রাজধানী চালাচ্ছে স্পেশাল ট্রেন হিসাবে।

বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিক, পর্যটক, তীর্থযাত্রী ও ছাত্রছাত্রীদের ফেরাতে যে শ্রমিক স্পেশাল ট্রেন চালু হয়েছে তা যেমন চলছে চলবে। গত ২৪ মার্চ থেকে ভারতীয় রেল যাবতীয় এক্সপ্রেস, মেল, প্যাসেঞ্জার, লোকাল ট্রেন বাতিল করেছিল। তারপর থেকে রেললাইন ধরে ছোটেনি কোনও ট্রেন। এমন ঘটনা ভারতীয় রেলের যাত্রা শুরুর পর থেকে কখনও ঘটেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts