State

ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধ, অফিসটাইমে রণক্ষেত্র সোদপুর

Published by
News Desk

সোদপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। আর তার জেরেই রণক্ষেত্রের চেহারা নিল গোটা স্টেশন চত্বর। ভাঙচুর হয় স্টেশন মাস্টারের কেবিন। অবরোধে আটকে পড়ে বহু ট্রেন। ব্যাহত হয় শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল। নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের। সূত্রের খবর, এদিন বেলা সাড়ে ১০টা নাগাদ সোদপুর স্টেশনের কাছে লাইন পার হচ্ছিলেন এক বৃদ্ধ। আচমকা বাজার করে বাড়িমুখো ওই বৃদ্ধের ওপর এসে পড়ে একটি থ্রু ট্রেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় সোদপুর স্টেশন চত্বর। অবরোধকারীদের দাবি, রেলের তরফে থ্রু ট্রেন পাশ করার কোনও ঘোষণাই করা হয়নি। যদিও সেকথা মানতে নারাজ রেল কর্তৃপক্ষ। তাদের দাবি, সঠিক সময়েই ঘোষণা হয়েছিল। এদিকে ক্ষুব্ধ জনতা ততক্ষণে স্টেশন মাস্টারের ঘর ভাঙচুর করেছে। লাইনের ওপর থিকথিক করছে মানুষের ভিড়। অবরোধ রেল। বেগতিক বুঝে অনেকেই গন্তব্যে পৌঁছনোর জন্য বিটি রোডের দিকে হাঁটা লাগান। ফলে বিটি রোড দিয়ে কলকাতামুখী বাসগুলিতে ভিড় উপচে পড়ে। মেন নাইন স্তব্ধ হয়ে যাওয়ায় বিশাল সংখ্যক মানুষ বিটি রোডকে বেছে নেওয়ায় রাস্তায় যান চলাচলও শ্লথ হয়ে পড়ে। এদিকে অবস্থা সামাল দিতে স্টেশনে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

 

Share
Published by
News Desk