National

কার্গিলের হিরোদের স্মরণ করতে ট্রেনের গায়ে স্টিকার

Published by
News Desk

১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে বীরের মৃত্যু বরণ করে অনেক ভারতীয় সেনা শহিদ হন। অনেকে লড়াই করে কার্গিল থেকে পাক ফৌজকে হটিয়ে পর্বত শিখর ফের দখলে নেন। তাঁদের সেই বীরত্ব, বলিদান ভারতীয়রা চিরকাল মনে রাখবেন। কার্গিল বিজয় দিবস প্রতি বছরই পালিত হয়। এবারও হয়েছে। এবার ছিল কার্গিল যুদ্ধের ২০ বছর পূর্তি।

কার্গিল যুদ্ধের ২০ বছর পূর্তিতে কার্গিলের শহিদ ও বীরদের সম্মান জানাতে উদ্যোগী হল ভারতীয় রেল। ২১৮টি ট্রেনের কামরায় ভিনাইল স্টিকারের মধ্যে দিয়ে কার্গিল যুদ্ধের নায়কদের স্মরণ করার রাস্তায় হাঁটল রেল কর্তৃপক্ষ। আমজনতার মধ্যে দেশপ্রেম জাগ্রত রাখা এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে রেলের তরফে জানানো হয়েছে।

নয়া দিল্লি থেকে বুধবার ছাড়ে কাশী বিশ্বনাথ এক্সপ্রেস। বারাণসীগামী এই ট্রেনের একটি কামরায় এমন একটি স্টিকার লাগানো হল। এটিই প্রথম স্টিকার। যা কোনও ট্রেনের কামরায় লাগানো হল। এই উপলক্ষে স্টেশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হর্ষ বর্ধন ও রেলের প্রতিমন্ত্রী সুরেশ সি অঙ্গদি। এঁরা পতাকা উড়িয়ে এই উদ্যোগের সূচনা করেন এদিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk