State

ব্যস্ত সময়ে কাঁকিনাড়ায় রেল অবরোধে চরম সমস্যায় যাত্রীরা

Published by
News Desk

সোমবারের পর মঙ্গলবারও অশান্তি পিছু ছাড়ল না ভাটপাড়ার। সবচেয়ে খারাপ অবস্থা হয় ট্রেন যাত্রীদের। সোমবার অফিস টাইমে কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ স্তব্ধ করে দিয়েছিল পরিষেবা। চরম সমস্যায় পড়েন অফিসযাত্রীরা। এদিনও সেই এক ঘটনা ঘটল। মঙ্গলবারও এখানে রেল অবরোধ হয়। যার জেরে সকাল পৌনে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিয়ালদহ-নৈহাটি লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। ১৭টি লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে। কয়েকটি দূরপাল্লার ট্রেনও বিভিন্ন স্টেশনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। দুপুরের পর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় মানুষজনও এদিন অবরোধে সামিল হন। তাঁদের দাবি নিত্যদিন রাজনৈতিক অশান্তিতে তাঁদের জীবন ওষ্ঠাগত। মঙ্গলবারও বোমাবাজির ঘটনা ঘটে বলে অভিযোগ। ফলে ট্রেনের যাত্রীরাও আতঙ্ক ব্যক্ত করে জানান যাতায়াতের পথে তাঁরাও কাঁকিনাড়ার কাছে সুরক্ষিত বোধ করছেন না। পরে রেল পুলিশ ও স্থানীয় পুলিশ যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস দেওয়ার পর রেল অবরোধ ওঠে।

প্রসঙ্গত শেষ দফার লোকসভা নির্বাচনের দিন ভাটপাড়ায় ছিল বিধানসভা উপনির্বাচন। সেই নির্বাচন ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে প্রবল সংঘর্ষ বাঁধে। বোমাবাজি, গুলি, পাথর বৃষ্টি, বোতল ছোঁড়া সবই হয়। দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ঘটনার পর থেকেই অশান্ত হয়ে আছে ভাটপাড়া। মঙ্গলবারও যা অব্যাহত রইল।

Share
Published by
News Desk