National

বাকি কামরা ফেলে, প্রথম ৩ কামরা নিয়েই ছুটল পঞ্চবটীর ইঞ্জিন

Published by
News Desk

সাকুল্যে ইঞ্জিন ও ১৫টি কামরা নিয়ে যাত্রা শুরু করেছিল ট্রেনটি। কিন্তু মুম্বইয়ের কল্যাণ স্টেশনের কাছে মুম্বইমুখী পঞ্চবটী এক্সপ্রেস থেকে কোনওভাবে বিচ্ছিন্ন হয়ে যায় ১২টি বগি। ইঞ্জিনের সঙ্গে লেগে থাকে সামনের মাত্র ৩টি বগি। সেই ১২ বগি ছাড়াই ট্রেন ছুটে চলে গন্তব্যের দিকে। কিছু পরেই অবশ্য হুঁশ ফেরে চালকের। দ্রুত ট্রেনটি দাঁড় করিয়ে দেন তিনি।

মানমাড় থেকে মুম্বই আসছিল পঞ্চবটী এক্সপ্রেস। সেই গাড়ির বাকি কামরা ফেলেই ছুটে এগিয়ে যাওয়ায় হকচকিয়ে যান সেখানে উপস্থিত আশপাশের মানুষজন থেকে যাত্রী সকলেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ কল্যাণ স্টেশনের এই ঘটনা রীতিমত চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। তবে পুলিশের তরফে নিশ্চিন্ত করা হয়েছে এই ঘটনায় কোনও যাত্রীর কোনও ক্ষতি হয়নি।

পরে ফের ইঞ্জিন ও ৩ বগির সঙ্গে বাকি বগিগুলিকে জুড়ে দেওয়া হয়। তারপর তা ছত্রপতি শিবাজি টার্মিনাসের দিকে যাত্রা করে। কেন এমন ঘটনা তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। এদিকে ব্যস্ত সময়ে এমন ঘটনায় ওই লাইনে ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk