National

বন্দে ভারত এক্সপ্রেসে পাথরবৃষ্টি, ভেঙে চৌচির জানালার কাচ

Published by
News Desk

দেশের দ্রুততম আধুনিক ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। পথচলা শুরুর পর থেকেই এই ট্রেন বিভিন্ন কারণে সমস্যার শিকার হচ্ছে। শনিবার সন্ধেয় দিল্লি থেকে বারাণসীগামী বন্দে ভারত এক্সপ্রেসের চালকের সামনের কাচ থেকে শুরু করে ৭টি কামরার জানালার কাচ ভেঙে চৌচির হয়ে গেল। বাইরে থেকে উড়ে আসা পাথরের বৃষ্টি ভেঙে দিল এসব কাচ। ফলে ফের থমকাল বন্দে ভারতের চাকা।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর-টুন্ডলা সেকশনে আচালদা স্টেশনের কাছে। শনিবার সন্ধে ৭টা ৪৬ মিনিটে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন উত্তর রেলওয়ের সিপিআরও দীপক কুমার। তিনি আরও জানিয়েছেন। বন্দে ভারত যখন ওই এলাকা পার করছে তখন তার পাশের লাইন দিয়ে পাশ করে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। ওই ট্রেনের ধাক্কায় একটি গৃহপালিত পশুর মৃত্যু হয়। তারপরই বন্দে ভারতের ওপর শুরু হয় পাথরবর্ষণ।

বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে প্রধানমন্ত্রী, ছবি – আইএএনএস

পাথরের ঘায়ে চালকের উইন্ডস্ক্রিন ভেঙে গেছে। ভেঙেছে ৭টি কামরার বেশ কয়েকটি জানালার কাচ। এরপরই ট্রেনটির মেরামতি দ্রুত সারা হয়। এই ঘটনায় কোনও যাত্রীর কোনও ক্ষতি হয়নি বলে রেলের তরফে জানানো হয়েছে। সবকিছু ঠিক হওয়ার পর ফের যাত্রা শুরু করে বন্দে ভারত।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk