National

দ্বিতীয় দিনেই থমকে গেল ‘বন্দে ভারত’-এর চাকা

Published by
News Desk

মাত্র ১ দিন আগেই ঘটা করে উদ্বোধন হয়েছে দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের। গত শুক্রবার সকালে দিল্লিতে এই ট্রেনের উদ্বোধনে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে বারাণসী রুটের এই ট্রেনটি দ্বিতীয় দিনেই থমকে দাঁড়িয়ে পড়ে উত্তরপ্রদেশের টুন্ডলা স্টেশনের কাছে। সেখানেই প্রায় ৩ ঘণ্টা দাঁড়িয়ে থাকে সেটি। এটা কিন্তু ট্রেনের শিডিউলের মধ্যে ছিলনা।

বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে প্রধানমন্ত্রী, ছবি – আইএএনএস

তাহলে কেন থমকে গেল দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারতের চাকা? রেলের তরফে জানানো হয়েছে, শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ ট্রেনটি যখন চামরাউলা স্টেশনের পাশেই তখন একটি গৃহপালিত পশু রেললাইনের ওপর দাঁড়িয়েছিল। দ্রুত গতির ট্রেনের চাকায় জড়িয়ে যায় পশুটি। ট্রেনে কাটা পড়ে সেটির মৃত্যু হয়। এদিকে চাকার তলায় পশুটির দেহাংশ চলে যাওয়ায় থমকে যায় বন্দে ভারতের চাকা।

প্রায় ৩ ঘণ্টা এখানে আটকে থাকার পর অবশেষে ট্রেনটি যাত্রা শুরু করে। তবে রেলের তরফে জানানো হয়েছে রবিবার ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই ট্রেনের বাণিজ্যিক যাত্রা। ফলে যাত্রীদের সমস্যায় পড়ার ঘটনা ঘটেনি। ট্রেনটিতে ২টি কামরা থাকছে এক্সিকিউটিভ। এই ২টি কামরায় ৫২টি আসন থাকছে। বাকি কামরায় থাকছে ৭৮টি করে আসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk