National

ভোররাতে ট্রেন দুর্ঘটনা, দুমড়ে গেল ৯টি কামরা, মৃত ৬ যাত্রী

Published by
News Desk

ফের ভারতীয় রেলে দুর্ঘটনা। দিল্লিমুখী সীমাঞ্চল এক্সপ্রেস ছুটে যাচ্ছিল। রাতের অন্ধকারে ট্রেনের গতি কম ছিলনা। রবিবার ভোররাত নাগাদ ট্রেনটি যখন বৈশালী জেলার বুজুর্গ রেল স্টেশনের কাছাকাছি তখনই এক প্রবল ঝাঁকুনি আর শব্দে চমকে ওঠেন যাত্রীরা। পরপর ৯টি কামরা লাইনচ্যুত হয়ে উল্টে যায়। শুরু হয় আর্তনাদ।

রাতের ট্রেনে প্রায় সকলেই ঘুমে কাদা ছিলেন। বিহারের যোগবাণী থেকে দিল্লি রুটের সীমাঞ্চল এক্সপ্রেসেও যাত্রীদের অধিকাংশ দুর্ঘটনার সময় নিদ্রামগ্ন ছিলেন। শীতের রাতে চাপাচুপি দিয়ে গভীর ঘুম থেকে আঁতকে উঠে পড়েন তাঁরা। কেন এমন দুর্ঘটনা তা পরিস্কার নয়।

লাইনচ্যুত সীমাঞ্চল এক্সপ্রেসের যাত্রীদের উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাই, ছবি – আইএএনএস

দ্রুত ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন রেলের আধিকারিকরা। শুরু হয় উদ্ধারকাজ। চোখের সামনে ভোর হয়। হাজির হয় রিলিফ ট্রেন। স্থানীয় মানুষজনও ছুটে আসেন ঘটনাস্থলে। কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।

লাইনের ওপর পাল্টি খেয়ে পড়ে রয়েছে সীমাঞ্চল এক্সপ্রেসের কামরা, ছবি – আইএএনএস

কেন দুর্ঘটনা তা এখনও পরিস্কার নয়। তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। তবে ৯টি কামরার কয়েকটি এমন অবস্থায় রয়েছে যে তার ভিতরে আটকে পড়া যাত্রীদের বার করা মুশকিল হয়। ৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত বেশ কয়েকজন। তবে কামরাগুলির যা পরিস্থিতি এবং সেখানে অমনভাবে আহত মানুষ রয়েছেন যে মৃতের সংখ্যা বাড়তেও পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk