Kolkata

ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাডমিন্টন খেলোয়াড়ের মৃত্যু

Published by
News Desk

রাজ্যস্তরে তাঁর ঝুলিতে বিজয়ীর শিরোপা রয়েছে। বাংলার ব্যাডমিন্টন জগতের তিনি অত্যন্ত চেনা মুখ। যাঁর প্রতিভা নিয়ে আলোচনাও হত বিভিন্ন মহলে। সেই রাজ্যচ্যাম্পিয়ন তৃণাঙ্কুর নাগের মৃত্যু হল সোমবার। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, বছর ৫ আগে খেলোয়াড়দের জন্য আলাদা যে কোটা রয়েছে তাতে পূর্ব রেলে চাকরি পান তৃণাঙ্কুর। তাঁকে ওভারহেড তার রক্ষণাবেক্ষণের বিভাগে পোস্টিং দেওয়া হয়। এই কাজ প্রশিক্ষণ ছাড়া করা সম্ভব নয়। কিন্তু একজন খেলোয়াড় হয়েও তৃণাঙ্কুরকে নারকেলডাঙার কাছে ওভারহেড তারের রক্ষণাবেক্ষণের কাজ দেওয়া হয়। সেখানে কাজ করতে গিয়ে গত শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। রেলের বিদ্যুতের সেই ধাক্কায় তাঁর দেহের সিংহভাগ পুড়ে যায়। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবশেষে সোমবার তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে পরিবার সহ গোটা বাংলার ব্যাডমিন্টন জগতে শোকের ছায়া নেমে আসে।

Share
Published by
News Desk