National

ফের লাইনচ্যুত ট্রেন, ব্যস্ত সময়ে দুর্ভোগ

Published by
News Desk

প্যাসেঞ্জার ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হওয়ায় চরম দুর্ভোগের শিকার হতে হল ওই লাইনে যাতায়াত করা আমজনতাকে। ৭টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে মধ্যরাতে। কিন্তু তার জের ভুগতে হয় বেলাতেও। উত্তরপ্রদেশের মোরাদাবাদ-বরেলি লাইনে ধামোরা স্টেশনের কাছে এই লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

এই ঘটনায় ট্রেনের গার্ড গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দুর্ঘটনার জেরে ২৩টি দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করে রেল কর্তৃপক্ষ। ভোর থেকে লোকাল ট্রেনের যাতায়াতেও প্রভাব পড়ে।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk