State

অল্পের জন্য রক্ষা, লাইনচ্যুত ধৌলি এক্সপ্রেস

Published by
News Desk

ফের লাইনচ্যুত হল এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার সকাল ৭টা ২০ নাগাদ ভোগপুর ও পাঁশকুড়া স্টেশনের মাঝে হাওড়া থেকে পুরীগামী ধৌলি এক্সপ্রেসের ১টি কামরা লাইনচ্যুত হয়। দ্রুত ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়। একটি এসি চেয়ারকার কামরা লাইনচ্যুত হয়। তবে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনার জেরে তাৎক্ষণিকভাবে ওই লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনাস্থলে হাজির হন ট্রেনের পদস্থ কর্তারা। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সাউথ ইস্টার্ন রেলওয়ে কর্তৃপক্ষ।

ধৌলি এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর ট্রেনের সব যাত্রীকে নামিয়ে ফলকনামা এক্সপ্রেসে জায়গা করে দেওয়া হয়। হাওড়া থেকে সেকেন্দরাবাদগামী ফলকনামা এক্সপ্রেসকে সেই সব স্টেশনেই থামানোর সিদ্ধান্ত হয় যেখানে যেখানে ধৌলি থামে।

Share
Published by
News Desk