State

তলায় ঝুলছেন গার্ড, সেই অবস্থায় ছুটল ট্রেন

Published by
News Desk

ট্রেনের তলায় একটা পাইপ ঠিক করতে নেমেছিলেন ট্রেনের গার্ড। পাইপটা ঠিকও করে ফেলেছিলেন। কিন্তু তারপর আর ট্রেনের তলা থেকে বেরিয়ে আসার সময় পাননি। তার আগেই ট্রেন চলতে শুরু করে। ক্রমশ বাড়তে থেকে গতি। এই অবস্থায় নিজেকে বাঁচাতে পাইপ ধরেই ট্রেনের তলায় ঝুলতে থাকেন গার্ড। সেই দৃশ্য চোখে পড়ে স্টেশনে দাঁড়ানো অনেক যাত্রীর। আতঙ্কে আর্তনাদ করে ওঠেন তাঁরা। যাত্রীদের চিৎকারে হুঁশ ফেরে চালকের। দ্রুত ট্রেন দাঁড় করিয়ে দেন। ট্রেন দাঁড়ানোর পর তলা থেকে বেরিয়ে আসেন গার্ড। কপাল জোরে তাঁর বিশেষ কোনও আঘাত লাগেনি।

ঘটনাটি ঘটেছে হাওড়ায়। হাওড়া-দিঘা এক্সপ্রেস ট্রেনের হাওড়া ছাড়ার কথা ছিল শুক্রবার সকালে। ট্রেন ছাড়ার আগে তার একটি পাইপ ঠিক করছিলেন ওই গার্ড। সেই সময়েই ঘটে দুর্ঘটনা। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। চালকের অসতর্কতায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ সামনে এসেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts