State

লাইনচ্যুত ক্যাপিটাল এক্সপ্রেস, মৃত ২

Published by
News Desk

ফের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। এবার অকুস্থল আলিপুরদুয়ারের শামুকতলা। মৃতদের মধ্যে ১ জন মহিলা। রাজেন্দ্রনগর-গুয়াহাটি ক্যাপিটাল এক্সপ্রেস শামুকতলার কাছে আচমকাই লাইনচ্যুত হয়ে যায়। সিগনাল না মানায় এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান রেলের। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। মঙ্গলবার রাত সওয়া নটা নাগাদ ট্রেনের ইঞ্জিন সহ ২টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। গ্যাস কাটার দিয়ে বগি কেটে যাত্রীদের উদ্ধার করা হয়। এই লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।

 

Share
Published by
News Desk