National

বাড়ছে মৃতের সংখ্যা, লাইন ক্লিয়ার পেয়ে চালিয়েছিলাম, দাবি চালকের

শুক্রবার সন্ধেয় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর শনিবার সকালেও শোকের নিস্তব্ধতা অমৃতসরের ধোবি ঘাটে। গোটা এলাকা থমথম করছে। এখনও রেল লাইনের আশপাশে ছড়িয়ে আছে রাতের দুঃস্বপ্নের স্মারক। এদিকে ঘটনার পর এবার শুরু হয়েছে দোষারোপ পাল্টা দোষারোপের পালা। দোষ কার? ট্রেনের চালকের? রেল কর্তৃপক্ষের? নাকি যাঁরা লাইনে দাঁড়িয়ে ছিলেন তাঁদের? স্থানীয়দের দাবি, এখানে রেল লাইনের ধার ঘেঁষে রাবণ দহন নতুন কিছু নয়। ফি বছরই এটা হয়ে থাকে। সেক্ষেত্রে প্রতিবারই এখানে ধীরে চলে ট্রেন। সতর্ক করা হয় মানুষকে। কিন্তু এবার কীভাবে এমন দ্রুত গতিতে এখান দিয়ে অমৃতসর মেল পাশ করল তা নিয়ে ধন্ধে তাঁরা। এক্ষেত্রে তাঁরা রেল কর্তৃপক্ষকেই কাঠগড়ায় চাপাচ্ছেন। অন্যদিকে রেল এই দায় নিতে নারাজ। তাদের বক্তব্য রেল লাইনের ওপর এভাবে জমায়েত করা কখনওই উচিত হয়নি।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৬০ ছুঁয়েছে। এখনও ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ট্রেনের চালককে আটক করা হয়েছে। তাঁর দাবি, তিনি সিগনাল ক্লিয়ার পেয়ে গাড়ি চালিয়েছেন। সামনে এভাবে লাইনের ওপর মানুষের জমায়েত রয়েছে তা তাঁর জানা ছিলনা।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং তাঁর বিদেশ যাত্রা বাতিল করেছেন। এদিন তিনি গুরু নানক হাসপাতালে আহতদের দেখতে যান। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও আহতদের বিনামূল্যে চিকিৎসা করানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

শনিবার সকালে দুর্ঘটনাস্থলে মর্মাহত এলাকাবাসী, ছবি – আইএএনএস

ধোবি ঘাটে যেখানে রাবণ দহন হচ্ছিল সেখানে উপস্থিত ছিলেন নভজ্যোৎ সিং সিধুর পত্নী নভজ্যোৎ কউর সিধু। যদিও ঘটনার পরই তিনি এলাকা ছেড়ে চলে যান বলে দাবি স্থানীয়দের। যদিও সেকথা অস্বীকার করে তিনি জানিয়েছেন ঘটনা ঘটার আগেই তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন।

ধোবি ঘাটের কাছে গত শুক্রবার সন্ধেয় দশেরা উপলক্ষে রাবণ দহন চলাকালীন বাজি পুড়তে শুরু করে। দাউদাউ করে জ্বলে ওঠে রাবণের বিশাল পুতুল। ফলে দর্শকদের অনেকেই বাজির আগুন থেকে বাঁচতে ও ভাল করে রাবণ দহন দেখতে পাশে রেল লাইনেও ওপর উঠে আসেন। প্রায় ৩০০ মানুষ রেল লাইনের ওপর যখন দাঁড়িয়ে ঠিক তখনই দ্রুত গতিতে সেখান দিয়ে পাশ করে অমৃতসর মেল। ট্রেনে কাটা পড়েন বহু মানুষ। ছিটকে পড়েন বহু দূরে দূরে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025