Kolkata

শিয়ালদহ থেকে বাতিল ১৫৮টি লোকাল, মাথায় হাত যাত্রীদের

Published by
News Desk

নতুন সিগনালিং সিস্টেমের কাজ শুরু হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই কাজ চলবে ৪ দিন। ব্যারাকপুর ও ইছাপুরের মধ্যবর্তী অংশে এই সিগনালিং সিস্টেম বসানোকে কেন্দ্র করে ব্যাহত ট্রেন চলাচল। এই কাজ করতে গেলে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করতে হবে। তাই এই ৪ দিন মিলিয়ে শিয়ালদহ মেন শাখায় ১৫৮টি ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। যারমধ্যে ব্যারাকপুর লোকাল, নৈহাটি লোকাল, রাণাঘাট লোকাল, কল্যাণী লোকালের মত গুরুত্বপূর্ণ ট্রেন রয়েছে।

শুক্রবার সকালে কাজ শুরুর পর থেকেই ট্রেন চলাচলে সমস্যা শুরু হয়। বাতিল না হওয়া লোকালও সময়ে চলাচল করেনি। ফলে সমস্যায় পড়েন যাত্রীরা। অগত্যা সড়কপথে তাঁদের গন্তব্য পৌঁছনোর ব্যবস্থা করতে হয়। যার জেরে মূলত বিটি রোডের বাসগুলিতে চাপ বাড়ে। প্রবল ভিড় হয় বাসে। এমন সোমবার সকাল পর্যন্ত চলবে। মাঝে অবশ্য শনি ও রবিবার হয়ত চাপ কিছুটা কম থাকবে। তবে এই ৪ দিনে বিটি রোডের ওপর যাত্রীদের চাপ কিন্তু সাধারণের চেয়ে বেশি থাকবে।

Share
Published by
News Desk