Sports

আইপিএল-এর বাকি ম্যাচ কবে থেকে, জানিয়ে দিল বিসিসিআই, প্রথম দিনেই কেকেআর

ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া পরিস্থিতির কথা বিবেচনা করে স্থগিত করা হয়েছিল আইপিএল। ফের তা শুরু হচ্ছে। কবে কোথায় প্রথম খেলা জানাল বিসিসিআই।

Published by
News Desk

পঞ্জাব ও দিল্লির মধ্যে ম্যাচ মাঝপথেই বন্ধ করা হয়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বিসিসিআই তার পরদিনই একসঙ্গে বসে সিদ্ধান্ত নেয় জাতীয় স্বার্থে আইপিএল স্থগিত করা হল।

কবে তা ফের চালু হবে তা জানায়নি বিসিসিআই। তবে ২ দেশের মধ্যে সংঘর্ষ বিরতি লাগু হওয়ার পর বিসিসিআই কর্তারা সরকার, সুরক্ষা বিভাগ ও আইপিএল-এর দলগুলির মালিকদের সঙ্গে কথা বলেন।

তাতেই সিদ্ধান্ত হয় ফের চালু হবে আইপিএল। খেলা হবে বাকি ম্যাচগুলি। যা শুরু হবে ১৭ মে। প্রথম দিনের খেলা হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। মুখোমুখি হবে আরসিবি ও কেকেআর।

বিসিসিআই জানিয়ে দিয়েছে আইপিএল শেষ হবে ৩ জুন তারিখে। আপাতত নতুন ক্রীড়াসূচিতে মাত্র ৬টি মাঠেই খেলা হবে। অন্য কোনও মাঠে নয়। প্লেঅফের খেলাগুলি কোন মাঠে হবে তা এখনও জানায়নি বিসিসিআই। ফাইনাল ম্যাচ হবে ৩ জুন।

১৭ মে থেকে ৩ জুন পর্যন্ত আরও ১৭টি ম্যাচ খেলা হবে। ২টি রবিবারে ২টি করে ম্যাচ খেলা হবে। যেমন আগে হচ্ছিল। প্রসঙ্গত দিল্লি ও পঞ্জাবের মধ্যে ধরমশালার মাঠে খেলা চলাকালীনই খবর পাওয়া যায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ভারতে আক্রমণ চালানোর চেষ্টা চালাচ্ছে।

যা আকাশেই প্রতিহত করে দেয় ভারতীয় আকাশ সুরক্ষা ব্যবস্থা। তবে এই পরিস্থিতিতে খেলা চালানোর ঝুঁকি নেওয়া সম্ভব ছিলনা। তাই ওই খেলা মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts