Sports

বাড়িতে সমস্যা বলে অফিস কেটে মাঠে মহিলা, ধরে ফেললেন বস

বাড়িতে সমস্যার কথা জানিয়ে অফিস থেকে ছুটি নিয়ে তিনি গিয়েছিলেন মাঠে খেলা দেখতে। কিন্তু মাঠে না গিয়েও বস জেনে গেলেন সব কিছু।

Published by
News Desk

গোলমাল সিনেমাটার কথা মনে আছে? উৎপল দত্ত, অমল পালেকর অভিনীত সেই সিনেমায় অমল পালেকরকে বাস্তবে না থাকা যমজ ভাইয়ের জন্ম দিতে হয়েছিল নিজের মিথ্যে ঢাকতে। কারণ বস উৎপল দত্ত তাঁকে হকি দেখার মাঠে দেখে ফেলেন।

অফিসে মিথ্যে বলে মাঠে খেলা দেখতে গিয়ে বসের নজরে পড়ে যান অমল। যা নিয়ে সিনেমার কাহিনি এগিয়ে চলে। কিন্তু সে ছিল সিনেমা। এমনই ঘটনা যে বাস্তব জীবনেও ঘটে যাবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি ওই মহিলা।

তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্ধ ভক্ত। বেঙ্গালুরুর খেলা দিয়েই শুরু হয় এবারের আইপিএল। প্রথম দিনের সেই খেলা দেখতে অফিসে মিথ্যে বলেন ওই মহিলা।

তিনি জানান বাড়িতে এক বড় বিপর্যয় ঘটেছে। তাই তাঁকে দ্রুত বাড়ি ফিরতে হবে। ছুটিও পেয়ে যান। তারপর বাড়ি না গিয়ে সোজা হাজির হন মাঠে।

যেখানে মাঠে যাঁরা যান তাঁরা সবসময় চান যে টিভির ক্যামেরা তাঁর দিকে অন্তত একবার তাক করুন ক্যামেরাম্যান। যাতে তাঁকে মাঠে দেখতে পান টিভিতে চোখ রাখা পরিচিতরা। এক্ষেত্রে সেটাই কাল হল।

ওই মহিলার বস তাঁকে টিভির পর্দায় দেখে ফেললেন মাঠে খেলা দেখতে। পরে সে কথা মহিলাকে বলতে অবশ্য তিনি তাঁর মিথ্যে বলে খেলা দেখতে যাওয়ার কথা মেনে নেন। পুরো ঘটনার কথা সমাজ মাধ্যমে হইচই ফেলে দেয়।

Share
Published by
News Desk

Recent Posts